বুধবার ● ২২ জুলাই ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
রাউজানে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চট্টগ্রামের রাউজানে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। আজ ২২ জুলাই বুধবার সকালে উপজেলার পিংক সিটি-১ এর পুকুরে-লেকে এসব কার্পজাতীয় মাছের পোনা অবমুক্তকরণ করা হয়। রাউজান উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত মাছের পোনা অবমুক্ত করণ উদ্বোধন করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ।
এসময় উপস্থিত ছিলেন রাউজান পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পীযুষ প্রভা কর, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের মাঠ কর্মকর্তা রুবেল কান্তি দে প্রমূখ।
চুয়েটে “অ্যা গ্লিমস অফ ফিউচার” শীর্ষক ওয়েবইনার অনুষ্ঠিত
রাউজান :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে “অ্যা গ্লিমস অফ ফিউচারঃ ক্যারিয়ার ইন মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং” (A Glimpse of Future: Career in Mechatronics & Industrial Engineering) শীর্ষক ওয়েবইনার অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ জুলাই বুধবার সকাল ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে উক্ত ওয়েবইনার সেশনের উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদ। ওয়েবিনারের সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান। ওয়েবিনারে রিসোর্স পার্সন হিসেবে “Reform Perform Transform Through Change” বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা ট্র্যাক লিমিটেডের অডিট টেকনোলজি বিভাগের প্রধান ও সিনিয়র ম্যানেজার প্রকৌশলী অনুপ কুমার বিশ্বাস। ওয়েবইনার সেশনে মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ফেইসবুক লাইভের মাধ্যমে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, আগামী ২৪ জুলাই, ২০২০ খ্রি. উক্ত ওয়েবইনারের পরবর্তী সেশন অনুষ্ঠিত হবে। এতে “Engineering Graduates Prospects in Non-Engineering Career” বিষয়ে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের সেলস বিভাগের প্রধান ও জেনারেল ম্যানেজার (সেলস) প্রকৌশলী জাকারিয়া জালাল বিশদ আলোচনা করবেন।