বুধবার ● ২২ জুলাই ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » তিনবছর পর ঝালকাঠি সদর হাসপাতালে আলট্রাস্নোগ্রাম মেশিন চালু
তিনবছর পর ঝালকাঠি সদর হাসপাতালে আলট্রাস্নোগ্রাম মেশিন চালু
গাজী মো.গিয়াস উদ্দিন,ঝালকাঠি প্রতিনিধি ::তিনবছর পর গতকাল বুধবার ঝালকাঠি সদর হাসপাতালে আলট্রাস্নোগ্রাম মেশিন চালু হয়েছে। কিছু দিনের মধ্যে ইকো কার্ডিওগ্রাম মেশিন চালুর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তপক্ষ। সকাল ৯টায় ঝালকাঠির নবাগত সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী আনুষ্ঠানিকভাবে আলট্রাস্নোগ্রাম মেশিন উদ্বোধন করেন। এ সময় সেবাগ্রহীতা ছাড়াও সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ জাফর আলী দেওয়ান এবং হাসপাতালে চিকিৎসকরা উপস্থিত ছিলেন। ২০১৭ সালে উন্নতমানের আলট্রাস্নোগ্রাম মেশিনটি টেকনিশিয়ানের অভাবে বন্ধ হয়ে যায়। ঝালকাঠি সদর হাসপাতালে বর্তমানে জনবল বৃদ্ধি পাওয়ায় চিকিৎসক দিয়েই এই মেশিনটি চালুর ব্যস্থা গ্রহণ করা হয়েছে। ঝালকাঠি ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমুর ঐকান্তিক প্রচেষ্টায় এই অত্যাধুনিক আল্ট্রাস্নোগ্রাম মেশিনটি সদর হাসপাতালে স্থাপন করা হয়েছিল। হাসপাতালে মেশিন চালু না থাকায় ডায়াগোনস্টিক সেন্টারের দালালদের দৌরাত্ব বেড়েই চলছিল। আবাসিক চিকিৎসক ডাঃ জাফর আলি দেওয়ান জানান আল্ট্রাস্নোগ্রামের পরে ইকোকার্ডিও গ্রাম মেশিনটিও চালু করার উদ্যোগ নেয়া হচ্ছে।
ঝালকাঠিতে নতুন দুইজনসহ আক্রান্ত ৪০৫ জন
ঝালকাঠি :: ঝালকাঠি জেলায় নতুন করে দুইজনসহ মোট ৪০৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে ঝালকাঠি জেলার ৪টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ১৪৫ জন, নলছিটি উপজেলায় ১০৩ জন, রাজাপুর উপজেলায় ১১৬ জন ও কাঠালিয়া উপজেলায় ৪১ জন আক্রান্ত হলো। ঝালকাঠি জেলায় এ পর্যন্ত ২২৬৮ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানে হয়েছে এবং এর মধ্যে ২২১৮ জনের রিপোর্ট এসেছে। রিপোটের্র মধ্যে ৪০৫ জনের পজেটিভ ও ১৭৮০ জনের নেগেটিভ এসেছে । এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২১২ জন। মৃত্যু ১৩ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৬৪ জন এবং সদর হাসপাতালের আইসোলিয়শন ওয়ার্ডে ১৬ জন ভর্তি আছেন। ঝালকাঠির সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেছেন।