বৃহস্পতিবার ● ২৩ জুলাই ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে করোনা আক্রান্তের সংখ্যা ৫৭৬, মৃত্যু-৯ : সুস্থ ৩৮৫ জন
রাঙামাটিতে করোনা আক্রান্তের সংখ্যা ৫৭৬, মৃত্যু-৯ : সুস্থ ৩৮৫ জন
নির্মল বড়ুয়া মিলন :: রাঙামাটিতে প্রতিদিনই বাড়ছে মহামারী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যুও। গত ৬ মে রাঙামাটি পার্বত্য জেলায় প্রথম করোনা রোগী শনাক্তের মাত্র আড়াই মাসে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৫৭৬ জনে। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছেন ৯ জন।
রাঙামাটি সিভিল সার্জন অফিসের তথ্যানুযায়ী আজ ২৩ জুলাই জেলায় নতুন আক্রান্ত ৩৩জনসহ মোট শনাক্তের সংখ্যা ৫৭৬ জন। জেলায় মোট কোয়ারেন্টাইনে ৩৫৩৪ জন। হোম কোরেন্টাইনে ২২৯৩ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১২৪১ জন। এর মধ্যে কোয়ারেন্টাইন সম্পন্ন করেছেন ৩৫৩০জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৩ জন। আইসোলেশনে রয়েছেন ১৪ জন। সুস্থ হয়েছেন ৩৮৫ জন। মৃত্যু হয়েছে ৯ জনের।
এ পর্যন্ত ২৭১০ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইন্সষ্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকসাস ডিজিজেস (বিআইটিআইডি) চট্টগ্রাম ফৌজদারহাটে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফলাফল পাওয়া গেছে ২৬৭৪ জনের, রিপোর্ট অপেক্ষমান আছে ৩৬ জনের বিষয়টি সিএইচটি মিডিয়াকে নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল।
এদিকে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব স্থাপনের কাজ চলছে রাঙামাটি মেডিকেল কলেজের নীচ তলায়। রাঙামাটি মেডিকেল কলেজের করোনারী কেয়ার ইউনিট ভবন সংস্কার করে পিসিআর ল্যাব স্থাপনের কাজ চলছে। যন্ত্রপাতি স্থাপন করে ল্যাবে করোনা পরীক্ষার প্রস্তুত করতে চলতি সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পারসন ডা. মোস্তফা কামাল।
উল্লেখ্য, বিশ্বব্যাপী ২১৫টি দেশ ও অঞ্চলে করোনা আক্রান্তের সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ৬ লাখ লোকের। বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৬ হাজার ১১০ জন, মৃত্যু ২ হাজার ৮ শত ১ জন। আজ একদিনে নতুন শনাক্ত ২৮৫৬ জন এবং মৃত্যু হয়েছে ৫০ জনের। মহামারী করোনা ভাইরাস প্রতিহত করার জন্য ঘনঘন সাবান পানি দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক সঠিকভাবে ব্যবহার করা. জন সমাগম ও সভাসমাবেশ এড়িয়ে চলা সর্বোপরি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনসাধারনকে পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞমহল।