শুক্রবার ● ২৪ জুলাই ২০২০
প্রথম পাতা » অপরাধ » চাল বিতরণে অনিয়মের অভিযোগ ভালুকায় নারী চেয়ারম্যানসহ গ্রেফতার-৩
চাল বিতরণে অনিয়মের অভিযোগ ভালুকায় নারী চেয়ারম্যানসহ গ্রেফতার-৩
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের ভালুকায় ভিজিএফ এর চাল বিতরণে অনিয়মের অভিযোগে মামলায় ভালুকা উপজেলার ২ নং মেদুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেসমিন নাহার রাণী ও দফাদার আলী আকার ও চাল ব্যবসায়ী নূর হোসেন ওরফে নুরু ডিলারকে অবশেষে গ্রেফতার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) ভালুকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)আবুল কালাম আজাদ বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করলে এ মামলায় তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ভালুকা মডেল থানার ওসি।
পুলিশ সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার ২ নং মেদুয়ারী ইউনিয়নের জন্য বরাদ্ধকৃত ২০৬ বস্তা (৬ টন ১৮০ কেজি) ভিজিএফের চাল কেলেঙ্কারি ও আত্মসাতের ঘটনায় চেয়ারম্যান জেসমিন নাহার রাণী,দফাদার আলী আকবরকে বুধবার জিজ্ঞাসাবাদের জন্য আটক করার পর এ ব্যাপারে দেয়া তথ্যের ভিত্তিতে পরে স্থানীয় চাল ব্যবসায়ী নূর হেসেন ওরফে নুরু ডিলার আটক করে পরে এ মামলায় গ্রেফতার দেখানো হয়।
গ্রেফারকৃত দফাদার আলী আকবরের বরাতে পুলিশ সত্রে আরো জানা যায়, ‘২শ’ ৬ বস্তা চাল (৬ হাজার একশত আশি মেট্রিকটন) চাল ভালুকা বাজারের খাদ্য ব্যবসায়ী নূর হোসেন ওরফে নূরু ডিলারের কাছে বিক্রি করা হয়।’
তার আগে বুধবার (২২ জুলাই) ভালুকা উপজেলার ২ নং মেদুয়ারী ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের (ডিডিএম) বরাদ্দকৃত অতিদরিদ্রদের জন্য ঈদ উপলক্ষ্যে জনপ্রতি ১০ কেজি করে চাউল বিরতণের জন্য তৃতীয় ধাপে ৪ হাজার ৮৩ জনের মধ্যে চাল বিতরণ করার কথা ছিল। প্রথম দুই ধাপে চাল বিতরণে কোনো অনিয়মের অভিযোগ না থাকলেও তৃতীয় ধাপে গিয়ে ভিজিএফ এর ২৩০ বস্তা চাল পাওয়া না যাওয়ায় প্রায় ৩শ’ জনের চাল কম পড়ে। চাল না পেয়ে ভুক্তভোগীরা চুরির অভিযোগ তোলেন চেয়ারম্যান জেসমিন নাহার রাণীর বিরুদ্ধে। পরে বিষয়টি জানাজানি হলে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘটনাস্থলে যান। পরে এ অভিযোগে বুধবার (২২ জুলাই) বিকেলে মেদুয়ারী ইউনিয়নে চাল বিতরণে অনিয়মের অভিযোগে চেয়ারম্যান ও দফাদারকে আটক করে থানায় হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল।
ওই সময় তদারকি অফিসার (ট্যাগ অফিসার) উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জুয়েল আশরাফ জানান, বিতরণের এক পর্যায়ে চাল শেষ হয়ে যাওয়ায় প্রায় ৩০০ কার্ডধারীকে চাল দেয়া সম্ভব হয়নি।
ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, ‘বৃহস্পতিবার ভালুকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)আবুল কালাম আজাদ বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করলে এ মামলায় তাদের গ্রেফতার করা হয়।’