শনিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » পশ্চিমাঞ্চল রেলের পাকশী বিভাগে বিশ বছরের রেকর্ড ভঙ্গ
পশ্চিমাঞ্চল রেলের পাকশী বিভাগে বিশ বছরের রেকর্ড ভঙ্গ
ঈশ্বরদী প্রতিনিধি :: বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেনের নিদের্শনায় পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম খায়রুল আলম ও পাকশী বিভাগীয় ব্যবস্থাপক আফজাল হোসেনের প্রচেষ্টায় চলতি অর্থ বছরে রেলওয়ে পাকশী বিভাগ যাত্রী পরিবহনসহ বিভিন্ন খাতে প্রায় ৫২ কোটি টাকা অতিরিক্ত আয় করে বিগত বিশ বছরের আয়ের রের্কড ভঙ্গ করেছে৷ রেলওয়ে পাকশী বিভাগের দায়িত্বশীল সূত্রে এসব জানা গেছে৷
সূত্র মতে, চলতি অর্থ বছরে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল পাকশী বিভাগের আয় অতিতের রের্কড ভঙ্গ করে আয় বৃদ্ধি করেছে৷ ইতোপূর্বে পাকশী বিভাগের লোকসান ছিলো কিন্তু এবার সেই লোকসান কাটিয়ে চলতি অর্থ বছরে যাত্রী, পার্সেল ও মালামাল বহন করে ৫১ দশমিক ৩৯ কোটি টাকা অতিরিক্ত আয় করেছে৷ ২০১৩-১৪ অর্থ বছরে যাত্রী বহন করে ১’শ ৩৬ কোটি ৬৪ লাক টাকা, পার্সেল বহনে ৬ কোটি ৭৬ লাখ টাকা, মালামাল বহনে ৪৪ কোটি ১৭ লাখ টাকা ও বিবিধ খাতে ৩ কোটি ৯২ লাখ টাকাসহ মোট ১’শ ৯১ কোটি ৪৯ লাখ টাকা আয় হয়েছিলো৷ বিগত ২০১৪-১৫ অর্থ বছরে যাত্রী বহন করে ১’শ ৫০ কোটি ৭ লাখ টাকা, পার্সেল বহনে ৫ কোটি ৩৭ লাখ টাকা, মালামাল বহনে ৬৪ কোটি ১লাখ টাকা ও বিবিধ ২৩ কোটি ৪৩ লাখ টাকাসহ ২’শ ৪২ কোটি ৮৮ লাখ টাকা আয় করেছে৷ যা বিগত অর্থ বছরের তুলনায় ৫১ দশমিক ৩৯ কোটি টাকা অতিরিক্ত আয় করেছে৷ এ আয় গত বিশ বছরের আয়ের রের্কড ভঙ্গ করেছে৷