শনিবার ● ২৫ জুলাই ২০২০
প্রথম পাতা » অপরাধ » অস্ত্রসহ আটক দুই বন্ধু
অস্ত্রসহ আটক দুই বন্ধু
আমির হামজা, রাউজান (দক্ষিণ) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে অস্ত্রসহ দুই বন্ধুকে আটক করেছে র্যাব। আজ ২৪ জুলাই শুক্রবার উপজেলার গহিরা নতুন হাট এলাকা থেকে রিদোয়ান আবেদীন জুয়েল (৩০) ও মো. সুফিয়ান (২৬) নামে দুই বন্ধুকে র্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের সদস্যরা অস্ত্রসহ আটক করে। তারা দুজন অস্ত্র ব্যবসায়ী বলে জানা গেছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় গহিরা নতুন হাট বাজার থেকে তাদের আটক করা হয় বলে সাংবাদিকদের কাছে নিশ্চিত করেন র্যাব-৭ এর সহকারি পরিচালক (মিডিয়া) মো.মাহমুদুল হাসান মামুন। র্যাবের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে গহিরা নতুন হাট এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটারগান ও শুটারগানের দুই রাউন্ড গুলিসহ তাদের আটক করা হয়।
জানা যায়, আটক রিদোয়ান আবেদীন জুয়েল গহিরা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের দলই নগর গ্রামের লাল মো. তালুকদার বাড়ির মো. নুরুল আবছারের পুত্র। তিনি ঢাকায় একটি প্রাইভেট কোম্পানীতে সিকিউরিটি হিসাবে চাকুরী করতেন। তিনি ফেব্রুয়ারীর মাসে বাড়িতে এসে সৌদি আরব যাওয়ার চেষ্টায় ছিলেন। তার সাথে আটক বন্ধু সুফিয়ান একই এলাকার খাজা মঞ্জিলের মাওলানা ইব্রাহিম হামিদের পুত্র। এ ঘটনায় রাউজান থানায় মামলা দায়ের করা হয়েছে বলে মেজর মো. মুশফিকুর রহমান জানান ।
রাউজানে পুকুরে ডুবে মৃত্যু
রাউজান :: চট্টগ্রামের রাউজানে পুকুরে পানিতে ডুবে এক ৭ বছর বয়সী মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
পানিতে ডুবে মৃত্যু হওয়ার সেই উপজেলার ১৪নং বাগোয়ান ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গরীব উল্লাহ্ পাড়া ওমান প্রবাসী আবদুল মাবুদের ছেলে আবদুল আল রিয়াদ। সেই নোয়াপাড়া তাহেরীয়া সুন্নিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সুত্রে, আজ ২৪ জুলাই দুপুরে কোন একসময় পুকুরে পড়ে যায় রিয়াদ। অনেক খোঁজাখুঁজি পর পুকুরে বেসে উঠে রিয়াদের দেহ। তাঁকে উদ্ধার করে স্থানীয় নোয়াপাড়া পাইওনিয়ার হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য মো. আনোয়ার মেম্বার।
উল্লেখ, এর আগে গত ৬ জুলাই পুকুরে ডুবে ঈসমাইল নামে এক মাদ্রাসার শিক্ষার্থী মৃত্যু হয়েছে ছিল।