শনিবার ● ২৫ জুলাই ২০২০
প্রথম পাতা » পাবনা » রুপপুর পরমাণু প্রকল্প এলাকায় গাছ লাগানো কর্মসূচির উদ্বোধন
রুপপুর পরমাণু প্রকল্প এলাকায় গাছ লাগানো কর্মসূচির উদ্বোধন
ঈশ্বরদী প্রতিনিধি :: জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় ‘গাছ লাগান পরিবেশ বাচান’ এই শ্লোগানকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মাস ব্যাপি গাছ লাগানো কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে পাকশীর নতুন রুপপুর পরমাণু প্রকল্প এলাকার ফুটবল মাঠে স্থানীয় যুবলীগ এ কর্মসূচির আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন,ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা এম.রশিদউল্লাহ। এ সময় যুবলীগ সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম,বর্তমান চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস,আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম রাজা,সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু,প্রধান শিক্ষক শাজাহান আলী,রেলওয়ে শ্রমিকলেিগর সভাপতি ইকবাল হায়দার,যুবলীগের সাধারণ সম্পাদক মেজবুল হোসেন,ছাত্রলীগের সভাপতি শিমুল আহসান। এছাড়াও সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থি ছিলেন।
রেলওয়ের পাকশীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
ঈশ্বরদী :: শুক্রবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে পাকশী বিভাগে পাঁচ হাজার গাছের চারা রোপনের টার্গেট নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পাকশী রেলওয়ে বিভাগীয় অফিস চত্বরে আয়োজিত ফলজ, ঔষধি এবং সৌন্দযর্ বর্ধক বৃক্ষসহ ফুল গাছ রোপন কর্মসূচির উদ্বোধন করেন,পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক আসাদুল হক। বৃক্ষরোপণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাকশী রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাসির উদ্দিন, বিভাগীয় প্রকৌশলী/দুই আব্দুর রহিম ,কমান্ড্যান্ট রেজওয়ানুর রহমান, সহকারি বাণিজ্যিক কর্মকর্তা মাসুদ সরোয়ার উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপন উদ্বোধনকালে প্রধান অতিথি আসাদুল হক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন শুরু করা হলো। পাকশী রেলওয়ের অফিসার্স কলোনী এলাকা, অফিস এলাকা,রেলওয়ের স্টেশন এলাকা এবং সকল ফাঁকা জায়গায় বৃক্ষরোপণ করা হবে। ভবিষ্যতে রেলওয়ের কোন ফাঁকা জমি পতিত থাকবেনা। সকল পতিত জমিতেই বৃক্ষ রোপন করা হবে।