শনিবার ● ২৫ জুলাই ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে অসহায়দের মাঝে উপহার সামগ্রী বিতরণ
কাউখালীতে অসহায়দের মাঝে উপহার সামগ্রী বিতরণ
কাউখালী প্রতিনিধি :: কাউখালী উপজেলায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় হতে গতকাল বৃহস্পতিবার সকাল ১০ উপজেলা পরিষদ হলরুমে দুইহাজার গরীব অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শতরুপা তালুকদারের সভাপতিত্বে উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান অংপ্রু মারমা, মহিলা ভাইস-চেয়ারম্যান নিংবাইউ মারমা, কাউখালী উপজেলা কৃষি অফিসার মো. রাশিদুজ্জামান ইমরান, এসআইডি সিএইচটি ইউএনডিপি জেলা ফ্যাসিলেটর অনুপম চাকমা,কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. শহিদ উল্লা পিপিএম, ইউএনডিপি প্রতিনিধি ধীমান ত্রিপুরা, ইউএনভি প্রতিনিধি রণিল ত্রিপুরা ও মিঠুন মারমা প্রমুখ।
উল্লেখ্য যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধিনে এসআইডি সিএইচটি প্রকল্প ইউএনডিপি ইউএসএইডি,ডানিডার অর্থায়নে কাউখালী উপজেলার দুই ইউনিয়ন ঘাগড়া,কলমপতি ইউনিয়নের দুই হাজার দুস্থ অসহায় পরিবারের মাঝে প্রতি জনে চাল ১ কেজি, তৈল ১ লিটার,ডাল কেজি,পিয়াজ কেজি,আলু ৫ কেজি,সাবান ৫টি,মুখের মাস্ক ৪টি, ভেজিটেভল ৭কেজি, লবণ ২ কেজি করে এই উপহার সামগ্রী প্রদান করেন বলে সংশ্লিষ্ট সুত্র জানায়।