শনিবার ● ২৫ জুলাই ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঈদ সামগ্রী পেল সুন্দরবনের আত্মসমর্পনকারী ২৮৪ জলদস্যু
ঈদ সামগ্রী পেল সুন্দরবনের আত্মসমর্পনকারী ২৮৪ জলদস্যু
শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটেরমোংলায় সুন্দরবনের দস্যুতা ছেড়ে ভালপথে আসা আত্মসমর্পনকারী ২৮৪জন জল ও বন দস্যুদের হাতে নগদ অর্থ ও ঈদ সামগ্রী তুলে দিলেন র্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলাম।বাগেরহাটের মোংলা ফুয়েল ঘাটে এক সময়ের সুন্দরবনের ত্রাস এ সকল বন দস্যুদের বিভিন্ন বাহিনী থেকে আত্মসমর্পনকারী দস্যুদের হাতে এ ঈদ সামগ্রী তুলে দেন বরিশাল র্যাব-৮ এর সদস্যরা। দেশের ম্যানগ্রোভ সুন্দরবনের রয়েছে রয়েল বেঙ্গল টাইগার, চিত্রা হরিন, হরেক রকমের বন্যপ্রানী ও নদী-খালে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ। কিন্ত এক সময় পুরো সুন্দরবন জুড়ে রাজত্ব কায়েম করতো বড় বড় কয়েকটি বন ও জলদস্যু গ্রুপ।
এ দস্যুরা বনের মধ্যে জেলেরা পাশ-পারমিট নিয়ে মাছ আহরনে গেলেই তাদের অপহরন করে মোটা অংকের টাকা মুক্তিপন আদায় করতো এসকল দস্যুরা। শুধু মুক্তিপন নয়, জেলে বহরে হামলা ও লুটপাট চালিয়ে লক্ষ লক্ষ টাকার মাছ ও মুল্যবান মালামাল লুট করে নিতো তারা। জেলেরা মুক্তিপনের ধার্যকৃত টাকা দিতে অস্বিকার করলে তাদের উপর নেমে আসতো অমানুষিক নির্যাতন। এর পরই বেগবান হয় সুন্দরবনে র্যাবসহ আইনশৃংখ্যলা রক্ষা বাহিনীর অভিযান। প্রতিষ্ঠা লগ্ন থেকে র্যাব ২২৩টি অভিযানে ৫০৭ জলদস্যু গ্রেফতদার, ১৫৫৬টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমান গোলাবরুদ উদ্ধার করে। এসময় কালীন র্যাব বন ও জলদস্যুর সাথে বন্দুক যুদ্ধে ১৩৫জন দস্যু নিহত হয়েছে। যার ফলে এদের বিরুদ্ধে মোংলা, রামপাল, শরনখোলা, মোড়েলগঞ্জ, দাকোপসহ বিভিন্ন থানায় রয়েছে অসংখ্য মামলা। তাই সরকার সাধারন ক্ষমার আওতায় এনে দস্যুদের দস্যুতা ছেড়ে ভাল পথে ফিরে আসার ঘোষনা দেয়ায়, র্যাবের দেয়া তথ্যানুযায়ী সুন্দরবন উপকুলীয় অঞ্চলে ২০১৬ সালের ৩১ মে মাষ্টার বাহিনীর আত্মসমর্পনের মাধ্যমে শুরু হওয়া পর একে একে ২৭টি বাহিনীর সদস্যরা আত্মসমর্পন করতে শুরু করে। গত ২০১৮ সালের ১ নভেম্বর দস্যু মুক্ত সুন্দরবন ঘোষনা করেন সরকার।
র্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলাম বলেন, দীর্ঘদিন যাবত প্রায় ২৭টি দস্যু বাহিনীর সদস্যরা সুন্দরবনের দস্যুতা করে আসছিল। সরকারের নিদের্শনায় এ বাহিনীর লোকজন দস্যুতা ছেড়ে ভাল পথে ফিরে আসে প্রায় ৪শ’র অধিক জল ও বন দস্যু সদস্যরা। তাই ফিরে আসা এসকল মানুষদের সমাজে ভালভাবে বসবাস ও চলাচলের জন্য র্যাব এর পক্ষ থেকে বিভিন্ন সময় সহায়তা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৮ এর আওতাধীন ৩টি জেলায় বাগেরহাটের মোংলায় ১৭৮জনসহ খুলনা ও সাতক্ষীরা জেলা থেকে সুন্দরবনের আত্মসমর্পনকৃত মোট ২৮৪ জন জলদস্যু পরিবারকে নগদ অর্থ ও ইদ সামগ্রী এবং করোনা ভাইরাস প্রতিরোধী উপকরণ বিতরণ করে তারা। আত্মসমর্পনকৃত বনদস্যু ও স্থানীয় জনসাধারণেল মধ্যে জনসচেতনতা সৃষ্টির জন্য করোনা ভাইরাস প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনামূলক উপকরন বিতরণ করা হয়। দস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠান পরিচালনা করেন র্যাব-৮ এর অপারেশন কর্মকর্তা এ এসপি মুকুর চাকমাসহ অন্যান্য কর্মকর্তা ও র্যাব সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
সরকারি পিসি কলেজের সহপাঠীদের আর্থিক সহায়তায় উপহার সামগ্রী বিতরন
বাগেরহাট :: বাগেরহাট সরকারি পিসি কলেজের এইচ এস সি ৭৯ ব্যাচের সহপাঠীদের আর্থিক সহায়তায় পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। সামাজিক দুরত্ব বজায় রেখে শনিবার বিকালে সরকারি পিসি কলেজ চত্বরে এইচ এস সি-৭৯ ব্যাচের অবসরপ্রাপ্ত কর্মচারী ও বর্তমান চুক্তি ভিত্তিক কর্মরত কর্মচারীসহ শতাধিক ব্যক্তিকে এ সহায়তা প্রদান করা হয়। করোনা পরিস্তিতিতে ৭৯ ব্যাচের মধ্যে যারা দুঃসময় পার করছে তাদের মাঝে নগদ অর্থ ও প্রদান করা হয়।
৭৯ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে সরকারী পিসি কলেজের উপাধ্যক্ষ মোঃ মোস্তাহিদুল আলম রবি,প্রথম শ্রেণীর বিশিষ্ট ঠিকাদার মোঃ রাকিব হাসান, কৃষি ব্যাংক চাকশি বাগেরহাট শাখার ব্যবস্থাপক মোঃ আজিজুর রহমান, প্রথম শ্রেণীর ঠিকাদার মোঃ ফারুক আহমেদ মনি, কৃষি ব্যাংক কচুয়া বাগেরহাট শাখার ব্যবস্থাপক (অবঃ) মোঃ মোস্তাফা কামাল, কৃষি কর্মকর্তা মোঃ লিয়াকত হোসেন, কৃষি ব্যাংক উঃ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মোঃ দেলোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফিরোজ আহমেদ, টেলিফোন বিভাগে কর্মরত জনাব কহিনুর আক্তার, সাস্থ্য বিভাগে কর্মরত অর্চনা রানী সমর্দার, কৃষি ব্যাংক বাগেরহাটের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক তরুণ কান্তি কুন্ডু ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি ডিরেক্টর (অবঃ) ডাঃ বিদ্যুৎ কান্তি পাল উপস্থিত ছিলেন।
অন্য যে সকল বন্ধুরা উপস্থিত হতে পারেনি অথচ এই মহতী উদ্যোগে সহায়তা করেছেন তাদেরকে উপস্থিত সকলে ধন্যবাদ জানিয়েছেন।
বাগেরহাটে মাদক বিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ আটক
বাগেরহাট :: বাগেরহাটে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১শ ৫০ ইয়াবাসহ হুমায়ুন কবির হাওলাদার ওরফে ময়না (৪২) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৫ জুলাই) দুপুরে শহরের হাড়িখালী গ্রামের কাঠেরপোল এলাকা থেকে বাগেরহাট সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাতাব উদ্দিন জানান, হাড়িখালী এলাকায় মাদকের কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট সদর থানা পুলিশ অভিযান চালিয়ে হুমায়ুন কবির হাওলাদার ওরফে ময়নাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়। এ বিষয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
গৃহবধূকে স্বামী শ্বাশুড়ি দেবর মিলে চুল কেটে ন্যাড়া করলেন
বাগেরহাট :: বাগেরহাটে মোরেলগঞ্জে এক গৃহবধূকে মারপিট শেষে মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার বিচার পেতে শুক্রবার রাতে স্বামীসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা গৃহিনী সুরমা বেগম(২২)।
এ ঘটনা সম্পর্কে জিউধরা গ্রামের দরিদ্র কৃষক মিজানুর মৃধার মেয়ে সুরমা বেগম বলেন, এক বছর পূর্বে তার বিয়ে হয় পাশ্ববর্তী ডুমুরিয়া গ্রামের মোশারেফ শেখের ছেলে রাজিব শেখের(৩২) সাথে। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় নগদ টাকার জন্য সুরমার ওপর নির্যাতন চালাতো স্বামীসহ পরিবারের অপর সদস্যরাও।
সর্বশেষ, গত ১৯ জুলাই রাতে সুরমাকে মারপিট করে মাথার চুল ন্যাড়া করে একটি কক্ষে আটকে রাখে। সেখান থেকে কৌশলে পালিয়ে পিতাকে সাথে নিয়ে গতকাল(শুক্রবার) থানায় হাজির হয়ে স্বামী, শ্বাশুড়িসহ ৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। থানায় অভিযোগ দায়ের হয়েছে এ খবর জানতে পেরে রাজীব মৃধার ঘরে তালা ঝুলিয়ে সকলে পালিয়ে গেছে বলে জানা গেছে।
এ বিষয়ে আজ শনিবার থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি যাচাইয়ের জন্য একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বাগেরহাট