রবিবার ● ২৬ জুলাই ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে ইস্কন মন্দিরে আগুন ব্যাপক ক্ষয়ক্ষতি
খাগড়াছড়িতে ইস্কন মন্দিরে আগুন ব্যাপক ক্ষয়ক্ষতি
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার গরু বাজার ইস্কন মন্দিরে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। এতে প্রায় ১৫ লক্ষ টাকা ক্ষয়-ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছে মন্দিরের সভাপতি বাবুল দাশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস এর লক্ষীছড়ি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে মানিকছড়ি যুব রেড ক্রিসেন্টের সদস্যগণ খবর পেয়ে তৎক্ষনাৎ ঘটনাস্থলে পৌঁছে সাধারণ জনগণের সাথে আগুন নিভানোর কাজে নিয়োজিত হয় এবং পরবর্তীতে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছালে তাদের সাথে আগুন নিভানোর কাজে সহযোগিতা করেন মানিকছড়ি যুব রেড ক্রিসেন্টের সদস্যরা। প্রায় ঘন্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এতে মন্দিরের বিভিন্ন সরঞ্জামাদি পুড়ে ছাই হয়ে যায়।
মানিকছড়ি থানার ওসি আমির হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মন্দিরে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।