রবিবার ● ২৬ জুলাই ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » কোরবানি হাটে নেওয়ার পথে দূর্ঘটনায় গরুর মৃত্যু : খামারীর মাথায় হাত
কোরবানি হাটে নেওয়ার পথে দূর্ঘটনায় গরুর মৃত্যু : খামারীর মাথায় হাত
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে কোরবানীর পশুর হাটে বিক্রি করতে নেওয়ার পথে সড়কেই লাখটাকার একটি গরুকে জবেহ করতে হয়েছে গরুর মালিককে। আজ ২৫ জুলাই শনিবার দুপুরে উপজেলার হলদিয়া আমিরহাট সপ্তাহিক বাজারে বিক্রির উদ্দ্যেশে নেওয়ার পথে এয়াছিন শাহ সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রমিজ উদ্দিন ডাক্তারের বাড়ীর জহির উদ্দিন সওদাগরের গত এক বৎসর যাবত পালিত একটি গরু বাজারে নেওয়ার পথে এয়াছিন শাহ মাজারের অল্প পূর্ব পাশে গেলে বিপরিত দিক থেকে আশা একটি গাড়ি দেখে গরুটি ভয়ে পাশ্বের বিলে লাফ দেয়। লাফ দেয়ার সাথে সাথে গরুটির সামনের দুই পা ভেঙ্গে যায়। এতে গুরুতর আহত হয়ে পড়ে গরুটি।
এসময় কোন উপায়ন্তর না দেখে গরুটিকে ওই স্থানে জবেহ করে দিতে বাধ্যহয় গরুর মালিক জহির সওদাগরকে। জব করার পর ওই গরুর মাংস অল্প মুল্যে স্থানীয় পাড়াপড়শীদের মাঝে বিক্রি করে দেয় জহির সওদাগর। তবে মাংস বিক্রিকরে গরুটির মুল্যের একভাগও তুলতে পারেনি বলে জানান অনেকে।
এদিকে জহির সওদাগর জানান, আমি ছোট্ট একটি মুদির দোকান করে সংসার চালায়। অনেক কষ্টে গত এক বছর যাবত লালন পালন করে এ গরুটিকে কোরবানের সময় বিক্রি করব বলে বড় করেছি। তবে সবশেষ হয়ে গেল এ দূর্ঘটনায়।
এদিকে স্থানীয় কয়েকজন বলেন, লক্ষটাকার গরুটির দূর্ঘটনায় অসহায় খামারী জহির সওদাগরের মাথায় হাত পড়েছে। ভেবেছিল ওই গরু বিক্রি করে সংসারের দূর্বস্থা কিছুটা দুর করবে। উল্টো আরো ক্ষতির সম্মুক্ষিন হল জহির সওদাগর ! দুই মেয়ে এক ছেলের পিতা জহির সওদাগরের লক্ষটাকার ক্ষতিতে অনেক কষ্টে পড়েছেন বলে জানান স্থানীয় মোহাম্মদ আরফাত।
তিনি আরো জানান, ওই গরুটি ১ লক্ষ ৩০ হাজার টাকায় বিক্রি করতে চেয়েছিল জহির সওদাগর। বাড়ীতে ৯৫ হাজার টাকা দরদাম করেছে অনেক ক্রেতা। বাজার দর বুঝে গরুটি বিক্রি করে দিতে চেয়েছিল সে, তবে সে সুযোগটা আর হল না জহির সওদাগরের।