সোমবার ● ২৭ জুলাই ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অনুমোদনবিহীন দুটি গরু বাজার উচ্ছেদ
রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অনুমোদনবিহীন দুটি গরু বাজার উচ্ছেদ
পলাশ বড়ুয়া, উখিয়া প্রতিনিধি :: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প এলাকায় সরকারি অনুমোদন ছাড়া ২টি গরু বাজার উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
গতকাল ২৬ জুলাই বিকেলে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নিকারুজ্জামান চৌধুরী’র নেতৃত্বে উখিয়া থানা পুলিশের সহযোগিতায় বালুখালী ও রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কাঠালতলা এলাকার গরু বাজার দুটি উচ্ছেদ করা হয়।
এ সময় তিনি করোনা মহামারিতে সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার বিষয়ে সচেতন করেন।
উখিয়ায় নন-এমপিও শিক্ষকদের সরকারি অর্থ সহায়তা প্রদান
উখিয়া :: কক্সবাজারের উখিয়ায় করোনাভাইসের কারণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে সরকারি সহায়তা প্রদান করা হয়।
২৬ জুলাই সকালে উখিয়া উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. নিকারুজ্জামান চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৫৭ জন শিক্ষককে ৫ হাজার টাকা ও ৪ জন কর্মচারীকে ২৫০০ টাকা করে মোট ২ লাখ ৮৬ হাজার টাকা সরকারি অর্থ সহায়তা প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।