বুধবার ● ২৯ জুলাই ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » কৃষক লীগ নেতা আহমদ আলীর উদ্যোগে ঈদ পাঞ্জাবী বিতরণ
কৃষক লীগ নেতা আহমদ আলীর উদ্যোগে ঈদ পাঞ্জাবী বিতরণ
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ঈদুল আযহা উপলক্ষ্যে উপজেলা কৃষক লীগের সহ সভাপতি আহমদ আলীর উদ্যোগে সংগঠনের বিভিন্নস্তরের নেতাকর্মীদের মধ্যে পাঞ্জাবী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিআরডিবি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে পাঞ্জাবী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান।
তিনি বলেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র যোগ্যতা ও দক্ষতায় জাতি করোনা ভাইরাসকে মোকাবেলা করার পাশাপাশি বন্যাকেও মোকাবেলা করছেন। সরকারি বিধি-নিষেধগুলো মেনে চলে সরকারের গ্রহন করা সকল উন্নয়নমূলক কর্মকান্ড সঠিকভাবে বাস্তবায়নে সর্বস্তরের আওয়ামী পরিবারের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের মাধ্যমে বাস্তবায়িত হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।
উপজেলা কৃষক লীগের সভাপতি ছোরাব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবদুল মতিন, দপ্তর সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী জাহান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সহ সভাপতি সাহাব উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিখিল পাল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, আওয়ামী লীগ নেতা আবু বক্কর ফয়সল, উপজেলা কৃষক লীগের সহ সভাপতি আবদুল হেকিম, আকবর আলী, যুগ্ম সম্পাদক কাচা মিয়া মেম্বার, মারফত আলী, কামরুজ্জামান কামাল, সাংগঠনিক সম্পাদক আবদুল মতিন ভুদন, উস্তার আলী, অর্থ সম্পাদক প্রদীপ সূত্রধর, সহ প্রচার সম্পাদক আলী হোসেন খান, তথ্য ও গবেষণা সম্পাদক আরশ আলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নের সভাপতি-সম্পাদকের মধ্যে মাসুক মিয়া, আফাজ উদ্দিন, জামাল আহমদ, রহমত আলী, ছগির আলী, আকরম আলী, তেরাব আলী, সোনা মিয়া, চান মিয়া, আকবর আলী বাবু, রফিক আলী, বিকাশ মালাকার, সহিদুল ইসলাম, আমির আলী, রুনু মিয়া, কিতাব আলী, কৃষক লীগ নেতা মতিউল ইসলাম, আঙ্গুর মিয়া, হান্নান মিয়া, সিরাজ মিয়া, আরশ আলী, আবদুস শহিদ, রসিদ আলী, ইউনুস মিয়া, আশরাফুল ইসলাম, আলেখ মিয়া, আবদুল জলিল, আল-আমিন, আজিজুল ইসলাম, তুয়াহিদ আলী, দুলাল মিয়া, যুবলীগ নেতা জাবেদ আহমদ, ইকবাল হোসেন প্রমুখসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী।
প্রধানমন্ত্রীর ‘বিশেষ বরাদ্দ’পাচ্ছেন বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের ৪৬১জন প্রতিবন্ধী
বিশ্বনাথ :: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ‘বিশেষ বরাদ্দ’ পাচ্ছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের ৪৬১জন প্রতিবন্ধী। তাদের প্রত্যেককে নগদ ২ হাজার ৫শ টাকা এবং তাদের পরিবারকে ১টি লুঙ্গি ও ১টি শাড়ি দেয়া হবে। বৃহষ্পতিবার প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এগুলো বিতরণ করবেন।
জানা গেছে, সিলেটের সামগ্রিক হারের তুলনায় দ্বিগুণেরও বেশি প্রতিবন্ধী রয়েছেন রামপাশা ইউনিয়নে। এর মধ্যে সিংহভাগই আমতৈল গ্রামের। এ নিয়ে জাতীয় ও স্থানীয় দৈনিকগুলোতে অনেক সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। মানবিক এ বিষয়টি বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা তাঁর বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিতে আনেন। তিনি তাৎক্ষণিক বিষয়টি আমলে নিয়ে শুধুমাত্র রামপাশা ইউনিয়নের ৪৬১ জন প্রতিবন্ধীকে জনপ্রতি ২ হাজার ৫শ টাকা এবং প্রতি পরিবারের জন্য ১টি লুঙ্গি ও ১টি শাড়ি বরাদ্দের জন্য ১৬ লাখ ১৩ হাজার ৫০০ টাকা প্রদান করেন। এ সময় আমতৈল গ্রামের প্রতিবন্ধী শিশুদের সুস্থতা ও আগামী সুস্থ প্রজন্ম নিশ্চিতের লক্ষে বেশ কিছু নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী।
রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর জানান, বৃহস্পতিবার আমার ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রতিবন্ধীদের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ বিতরণের জন্যে আমাকে ম্যানেজমেন্টের দায়িত্ব দেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান বলেন, বরাদ্দটি শুধুমাত্র রামপাশা ইউনিয়নের ৪৬১জন প্রতিবন্ধী ও তাদের পরিবারের জন্য। আগামী বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বরাদ্দের টাকা ও শাড়ি-লুঙ্গি বিতরণ করবেন।