শনিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » পাবনা » ১৩ তম দিনের বই মেলা বসন্ত ছুঁয়ে দিলো বই পড়াতেও বসন্ত এসে গেছে
১৩ তম দিনের বই মেলা বসন্ত ছুঁয়ে দিলো বই পড়াতেও বসন্ত এসে গেছে
পাবনা প্রতিনিধি :: (১৩ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ৯.৪০মিঃ) ১৩ ফেব্রুয়ারী বই মেলার ১৩ তম দিন ছিল বসন্তের প্রথম দিন ৷ বই প্রেমীদের বাসন্তী রং লেগেছিল মেলার স্টলে স্টলে ৷ নতুন সাজে সেজেছিল বই ক্রেতা ও বিক্রেতারা ৷ শিশুদের উপস্থিতি ছিলো দেখার মতো ৷
সন্ধ্যা সাড়ে ৬ টায় বই পড়া নিয়ে আলোচনা সভায় সাঁথিয়া উপজেলার বিশিষ্ট জন আব্দুদ দাইয়ান সরকার, তোফাজ্জল হোসেন, আব্দুল রাজ্জাক, শামীম রেজা, ড. আব্দুল মজিদ, মিজানুর রহমান, আব্দুল মান্নান, দেলোয়ার হোসেন আলোচনা করেন৷ আলোচকদের অভিনন্দন ও ধন্যবাদ জানান, বিশিষ্ট শিৰাবিদ প্রফেসর মোঃ কামরুজ্জামন৷ উপস্থাপনায় ছিলেন এ্যাডঃ মুশফেকা জাহান কণিকা ও ড. হাবিবুল্লাহ ৷
এছাড়া দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিশু শ্রেণী থেকে ১০ শ্রেণীর শিক্ষার্থীদের তিন গ্রুপে নৃত্য প্রতিযোগিতা হয়৷ গণ শিল্পীর ভাষ্কর চৌধুরী প্রতিযোগিতা পরিচালনা করেন৷
মেলা মঞ্চে বই মেলা উদযাপন পরিষদের নৃত্য ও সঙ্গীত এবং সরকারি এডওয়ার্ড কলেজ সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্র সঙ্গীত পরিবেশন করে৷
মেলায় উপস্থিত ছিলেন বই মেলা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ুন কবির মজুমদার, পাবনা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাবিবুর রহমান হাবিব, বই মেলা উদযাপন পরিষদের সম্পাদক আব্দুল হান্নান প্রমুখ৷