বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে করোনা আক্রান্ত-৬২০ : বৃহষ্পতিবার উদ্বোধন হচ্ছে পিসিআর ল্যাব
রাঙামাটিতে করোনা আক্রান্ত-৬২০ : বৃহষ্পতিবার উদ্বোধন হচ্ছে পিসিআর ল্যাব
নির্মল বড়ুয়া মিলন :: রাঙামাটিতে নতুন করে ১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে রাঙামাটি পার্বত্য জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৬২০ জনে। মৃত্য হয়েছে ৯ জনের।
আজ ৩০ জুলাই বৃহষ্পতিবার রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পার্সন মোস্তফা কামাল এ তথ্য জানিয়েছেন।
রাঙামাটি সিভিল সার্জন অফিসের তথ্যানুযায়ী আজ ৩০ জুলাই নতুন আক্রান্ত ১৮ জনসহ মোট করোনা আক্রন্তের সংখ্যা ৬২০ জন। জেলায় মোট কোয়ারেন্টাইনে ৩৫৩৪ জন। হোম কোরেন্টাইনে ২২৯৩ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১২৪১ জন। এর মধ্যে কোয়ারেন্টাইন সম্পন্ন করেছেন ৩৫৩০জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৩ জন। আইসোলেশনে রয়েছেন ৯ জন। সুস্থ হয়েছেন ৪৫৫ জন। মৃত্যু হয়েছে ৯ জনের।
এ পর্যন্ত ২৯১১ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইন্সষ্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকসাস ডিজিজেস (বিআইটিআইডি) চট্টগ্রাম ফৌজদারহাটে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফলাফল পাওয়া গেছে ২৭৪৯ জনের, রিপোর্ট অপেক্ষমান আছে ১৬২ জনের নমুনা।
এদিকে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব স্থাপনের কাজ দ্রুত গতিতে চলছে। রাঙামাটি মেডিকেল কলেজের নীচতলায় করোনারী কেয়ার ইউনিট ভবন সংস্কার করে পিসিআর ল্যাব স্থাপনের কাজ। আগামী ৬ আগষ্ট বৃহষ্পতিবার থেকে করোনা পরীক্ষা কার্যক্রম শুরু হবে বলে সিএইচটি মিডিয়াকে জানিয়েছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পার্সন মোস্তফা কামাল ।
উল্লেখ্য, জেলাবাসীর স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে গত ঈদ উল ফিতরসহ এবারের ঈদ উল আযহার ছুটি ও বাতিল করে ডা. মোস্তফা কামলসহ সকল করোনা ইউনিটে দায়িত্ব পালনকারী স্বাস্থ্য কর্মীরাও রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন বলে জানিয়েছেন করোনা যোদ্ধা ডা. মোস্তফা কামাল।