শুক্রবার ● ৩১ জুলাই ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » দুটি গরুসহ একটি মিনি ট্রাক পানগুছি নদীতে
দুটি গরুসহ একটি মিনি ট্রাক পানগুছি নদীতে
শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোরেলগঞ্জে দুটি গরুসহ একটি মিনি ট্রাক নদীতে পড়ে গেছে। আজ শুক্রবার দুপুরে মোরেলগঞ্জ পানগুছি নদীর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। একটি গরু সাঁতরিয়ে কিনারে উঠতে পারলেও অপর গরুটি ডুবে মারা গেছে।
জানা গেছে,উপজেলার ভাইজোড়া গ্রামের দরিদ্র কৃষক জাকির হাওলাদার গরু দুটি বিক্রির উদ্দেশ্যে ট্রাক নিয়ে ফেরীতে উঠছিলো। এসময় ট্রাকটি দূর্ঘটনার কবলে পড়ে।
ট্রাক চালক নাসির গাজী বলেন, ট্রাকিট ফেরীতে ওঠার পরে ফেরী চালকের ভুলে পন্টুনের খাম্বায় ধাক্কা লেগে নদীতে পড়ে যায়। অপরদিকে ফেরী চালক সাখাওয়াত হোসেন বলেন, নিষেধ করা স্বত্ত্বেও ফেরীতে উঠতে গিয়ে ট্রাকটি নদীতে পড়ে যায়। ট্রাকটি উদ্ধারের জন্য থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি দল বেলা ২টায় কাজ শুরু করেছে।
সহকারি কমিশনার(ভূমি) রঞ্জণ চন্দ্র দে, থানার ওসি কেএম আজিজুল ইসলাম ও ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সঞ্জয় কুমার দেবনাথ ঘটনাস্থলে রয়েছেন।
থানা অফিসার ইন চার্জ বলেন, মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারন এখনই বলা যাচ্ছেনা ।