রবিবার ● ২ আগস্ট ২০২০
প্রথম পাতা » অপরাধ » ধর্ষণ মামলার বাদী কে হুমকি : পুলিশ নিরভ ভূমিকায়
ধর্ষণ মামলার বাদী কে হুমকি : পুলিশ নিরভ ভূমিকায়
ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে নারীকে ধর্ষণের চেস্টা অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের। ঘটনাটি ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের বাউলকান্দা গ্রামে। মামলার বাদী হয়েছেন ভুক্তভোগী সেই নারী।
মামলার সূত্রে পাওয়া, ঝালকাঠিতে নারীকে ধর্ষণের চেস্টার অভিযোগে ঝালকাঠির কীর্তিপাশা ইউনিয়নের বাউলকান্দা গ্রামের বিএনপি নেতার আনিচুজ্জামান চপলের বিরুদ্ধে। মামলার বিবরণে উল্লেখ করেছেন,গত ২৮/৭/২০২০ ইং তারিখ আসামি আনিচুজ্জামান চপলের সাথে জমি-জমার মিমাংশার জন্য তার বাসায় বৈঠকে বসেন তারা। কথাবার্তা চলার পরে এক পর্যায় উক্ত বিএনপির সমাজ সেবক আনিচুজ্জামান চপল উত্তেজিত হয়ে খারাপ ভাষা ব্যবহার করে বাদীকে গালি দিলে সে উঠে চলে যাওয়ার সময় উঠানে সবার সামনে তার পড়নের কাপড়-চোপড় ধরে টান দিয়ে খুলে ফেলে ও স্পর্শ কাতর স্থানে হাত দেয়। বাদী ডাকচিৎকার দিলে প্রতিবেশী মিজান মোর্শেদসহ বাকি স্বাক্ষীরা এসে তাকে চপলের হাত থেকে রক্ষা করে।
উক্ত ঘটনার পরদিন ঝালকাঠি সদর থানায় উপস্থিত হয়ে অভিযোগ দাখিল করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মামলার সত্যতা পেয়ে ২৯/৭/২০২০ইং তারিখ মামলা রেকর্ড করেছে।
এ ব্যাপারে ভুক্তভোগী নারী জানায়,আমরা ঐ দিন জমি-জমার মিমাংশা করা জন্য তাদের বারান্দায় বৈঠকে বসেছিলাম। কিন্তু বিএনপির সন্ত্রাসী ও কুক্ষাত ক্যাডার চপল আমার কোন কথা না শুনেই আমার উপর চড়াও হয়ে আমার পড়নের কাপড় টেনে খুলে ফেলে ও আমার শরিরে বিভিন্ন স্থানে হাতদেয়। এই চপল ঢাকায় ব্যবসার নামে বিএনপি জামাতের সংগঠনের সদস্যদের মদত দাতা হিসাবে পরিচিত। এলাকার বিএনপির নেতা কর্মীদের আর্থি সহযোগীতা থেকে শুরু করে মামলা মকদ্দমা সে অর্থ দিয়ে পরিচালনা করে। এই চপলের ঘরে রাত্রে বিএনপির নেতা কর্মীদের নিয়ে মিটিং করতে দেখা যায় ও নতুন নতুন লোকজন আশা যাওয়া করে। এ চপল ঝালকাঠির অনেক ছেলেকে ব্যবসার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। আমি জননেত্রী শেখ হাসিনাসহ প্রশাসনের কর্তাব্যক্তিদের হস্তক্ষেপ কামনা করছি।
এ ব্যাপারে অভিযুক্ত বিএনপি নেতা আনিচুজ্জামান চপলের কাছে তার ব্যবহৃত মোবাইল ফোনে ফোন করলে সেটি বন্ধ পাওয়া যায়।
এব্যাপারে ঝালকাঠি সদর থানার ওসি মো.খলিলুর রহমান জানান,আমরা আসামি চপলকে ধরার জন্য আমাদের টিম কাজ করছে ও অভিযান অব্যাহত রয়েছে।