রবিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » খেলা » এই কষ্টের অভিজ্ঞতা শিলা কখনও কি ভুলতে পারবে?
এই কষ্টের অভিজ্ঞতা শিলা কখনও কি ভুলতে পারবে?
হুমায়ুন সম্রাট :: ভারতের গৌহাটি ও শিলংয়ে চলমান ১২তম এসএ গেমসে বাংলাদেশ মহিলা হ্যান্ডবল দল জিতেই চলেছে৷ দলের মধ্যে বয়ে যাচ্ছে জয়ের আনন্দ স্রোত৷ তখন দলের অন্যতম খেলোয়াড় গোলকিপার শিলা রায় শুনতে পারলেন ভীষন এক কষ্টের খবর৷ মুহূর্তের মধ্যে জয়ের আনন্দ মুছে গিয়ে চোখ গড়িয়ে ঝরতে শুরু কলো অঝোরে কষ্টের নোনা জল৷ শিলা জানতে পারলেন তার মা মনি রায় হঠাত্ হার্ট এ্যাটাকে মারা গেছেন৷ কালিবাড়ি, নতুন শহর, মাদারীপুর থেকে এমন দুঃসংবাদ পান গৌহাটিতে থাকা শিলা৷ গেমস শেষ করে দলের সাথে দেশে ফেরা আর হলো না মেয়েটির৷
ভারতের ডাউকি চেক পোস্টে বাস্কেটবল খেলোয়াড়দের সাথে একমাত্র মেয়ে হ্যান্ডবল খেলোয়াড়কে দেখে একটু কেমন জানি লাগে৷ মেয়েটি খুব হতাশ হয়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে৷ অপেক্ষার প্রহর গুনছে কখন সে পৌছাঁতে পারবে তার মায়ের কাছে৷ কখন দেখবে মায়ের সুন্দর মুখ শেষ বারেরমত৷ তখনও চোখ ছলছল৷ জানতে চাইলাম৷ আপনি এদের সাথে? কেমন যেন দেখাচ্ছে ,আপনি কি অসুস্থ? ভাঙ্গা গলায খুব কষ্ট করে উত্তর দিলেন শিলা৷ বললেন গত ১২তারিখে হঠাত্ করে তার মা মনি রায় (৫৫) মারা গেছেন৷ এরবেশি কিছু বলতে তার খুব কষ্ট হচ্ছিল৷ তাই আর কোন প্রকার কথা বলা ঠিক হবে না ভেবে তার সাথে কথা আর না বলে সাথে থাকা অন্যদের কাছে জানা গেল শিলাকে নাকি বিমানে দেশে পাঠানোর চেষ্টা করা হয়েছে৷ কিন্তু বিমান সময় মত পাওয়া না যাওয়াতে তাকে পাঠানো হয়েছে বাস্কেটবল টিমের সাথে! প্রশ্ন গৌহাটিতে বাংলাদেশ হ্যান্ডবল দলের সাথে পুরুষ ও মহিলা অনেক অপ্রয়োজনীয় লোককে দেখা গেছে৷ তাহলে নিজ দলের একজন খেলোয়াড়কে বিপদের সময় কেন হ্যান্ডবল দলের কেউ সাথে করে দেশে তার মাদারীপুরে নিয়ে গেল না৷ নাকি ওর সাথে আসলে আর জীবনে ভারত ঘুরা হতো না কখনও?
মা হারা শিলা কান্না করতে করতে বর্ডার পার হয়ে বাস্কেটবল কোচের সাথে মাদারীপুরের উদ্দেশ্যে রওনা হয় ৷ তার আগে ওপারেই কারও সাথে ফোনে ভাঙ্গা ভাঙ্গা গলায় জোর কওে কান্না করতে করতে বলতে শোনা গেল- মা’র তো তেমন বয়স হয়নি? তাহলে অসময়ে কেন এভাবে চলে যাবে? আমি মানতে পারছি না৷ আসলে আমরা বাবা-মা’র মৃতু্য সংবাদ কখনই মেনে নিতে পারি না৷ তবু বাসত্মবতা মানতে হয়৷
হ্যান্ডবল খেলোয়াড় শিলার এমন বিপদের সময় নিজ দলের কেউ তার সাথে তার মাকে দেখার জন্য দেশে ফেরার সময় আসলো না৷ দলের খেলোয়াড়ের বিপদে তার সাথে ফেডারেশনের কেউ নেই!
এই কষ্টের অভিজ্ঞা কি শিলা কখনও ভুলতে পারবে?