বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » সবিতার স্বপ্ন পূরণ হলো পরোপকারী ছবির হোসেনের অর্থে
সবিতার স্বপ্ন পূরণ হলো পরোপকারী ছবির হোসেনের অর্থে
গাজী মো.গিয়াস উদ্দিন,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির ফুটপাতের সেই নারী মুচি সবিতা দাসকে পুর্নবাসিত করলেন সমাজ সেবক ছবির হোসেন। ফুটপাত থেকে তুলে এনে সবিতাকে দেয়া হয়েছে সাজানো দোকান ঘর নতুন জুতা স্যান্ডেল।গতকাল বুধবার সকালে সবিতার হাতে তুলে দেয়া হয় সাজানো দোকান ঘর। সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের চামটা গ্রামে বংশ পরম পরায় বসবাস করছে একটি রবিদাস সম্প্রদায়। বাবা প্রয়াত হওয়ার পর এ পরিবারের সন্তান সবিতা নারী হয়েও জীবিকার তাগিদে রাস্তার পাশে ফুটপাতে বসে অন্যের জুতা স্যান্ডেল মেরামত করে ১২ বছর ধরে সংসার চালিয়ে আসছিলেন। এ নিয়ে গণমাধ্যমেও বারবার সংবাদ প্রচার হয় আর ওই সংবাদ দেখে এগিয়ে আসেন শহরের ব্যবসায়ী ও সমাজ সেবক ছগির হোসেন। তিনি এক লাখ টাকা ব্যয় করে একটি দোকান ঘর তুলে সেখানে নতুন জুতা-স্যান্ডেল কিনে সবিতাকে পুর্নবাসিত করেন।আলোকিত এই সমাজ সেবক ছবির হোসেন বলেন, এ সংগ্রামী নারীর পাশে দাড়াতে পেরে নিজেকে ভাল লাগছে। সমাজের স্বচ্ছল মানুষগুলো একজন একজন সবিতার পাশে দাড়ালে দেশের দৃশ্যপট বদলে যাবে।
ঝালকাঠির রাজাপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ১৫টি দোকান ভস্মীভূত
ঝালকাঠি :: ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১৫ টি দোকান ঘর ভস্মীভূত হয়েছে। প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গত বুধবার দিবাগত রাত ৮টার দিকে পেট্রোল থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। আগুন নিয়ন্ত্রনে আনতে স্থানীয়দের সহায়তায় রাজাপুর ও ভান্ডারিয়ার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘন্টাব্যাপি চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় ও আশপাশের দোকান গুলো রক্ষা হয়েছে।
বাজারের ব্যবসায়ীরা জানান, বিদ্যুৎ চলে যাওয়ায় পেট্রোল ব্যবসায়ী আব্দুল মজিদ মোম জ্বালিয়ে পেট্রোল বিক্রি করার সময় হঠাৎ আগুন লেগে মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে তিনি দগ্ধ হন।
এ সময় আশপাশের দোকানদারসহ এলাকাবাসিরা এগিয়ে আসায় ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
বাজার কমিটি জানান, এ ক্ষতিগ্রস্থ দোকানগুলোতে ব্যাপক মালপত্র ছিল। আগুনে পুড়ে যাওয়ায় ব্যবসায়ী ও দোকান মালিকরা নিস্ব হয়ে গেছে।
রাজাপুর ফায়ার সার্ভিসের অফিসার জানান, খবর পেয়ে দ্রুত এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হওয়ায় আশপাশের দোকানগুলো রক্ষা পেয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির তথ্য নিরুপান করা হচ্ছে।
রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার মো.সোহাগ হাওলাদার। এ সময় ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের বৃহস্পতিবার বিকেলে তাদের মাঝে টিন বিতরন করা হবে জানিয়েছেন।