রবিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » গাজীপুরে ডিপ্লোমা কৃষিবিদদের মানববন্ধন
গাজীপুরে ডিপ্লোমা কৃষিবিদদের মানববন্ধন
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৪ ফেব্রুয়ারী ২০১৬: বাংলাদেশ সময় রাত ৮.০১মিঃ) দশম গ্রেডের বেতন স্কেল প্রদানসহ দ্বিতীয় শ্রেণীর পদ মর্যাদার দাবিতে গাজীপুরে ডিপ্লোমা কৃষিবিদ ইন্সস্টিটিউট এর ব্যানারে ডিপ্লোমা কৃষিবিদরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও জেলা প্রশাসকরে কাছে স্বারকলিপি প্রদান করেছে৷
১৪ ফেব্রুয়ারি রবিবার দুপুরে গাজীপুর মহানগরের জয়দেবপুরের হাবিবুল্লাহ স্মরণির জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর কার্যালয়ের সামনে থেকে সরকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও দফতরে কর্মরত ডিপ্লোমা কৃষিবিদরা মিছিল বের করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাজবাড়ি গিয়ে শেষ করা হয়৷ সেখানে আয়োজিত মানববন্ধণ কর্মসূচি চলাকালে সংগঠনের সহ-সভাপতি ও গাজীপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আক্তারুজ্জামান, কেন্দ্রীয় সহ-সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহম্মদ, এনামুল হক, একেএম মহিউদ্দিন মঞ্জু প্রমুখ বক্তব্য রাখেন৷
বক্তারা অষ্টম বেতম কাঠামোতে বৈষম্যের শিকার হয়েছেন বলে তারা দাবি করে ডিপ্লোমা কৃষিবিদ উপসহকারী কৃষি কর্মকর্তা ও সমমান পদধারীদের জন্য দশম গ্রেডের বেতন স্কেলসহ দ্বিতীয় শ্রেণীর পদ মর্যাদার দাবি বাস্তবায়নের দাবি জানান৷ মানববন্ধন শেষে তারা জেলা প্রসাশক এস এম আলমের হাতে দাবি সম্বলিত স্বারকলিপি জমা দেন৷