শনিবার ● ৮ আগস্ট ২০২০
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদী উপজেলা আইনজীবি পরিষদ গঠন
ঈশ্বরদী উপজেলা আইনজীবি পরিষদ গঠন
ঈশ্বরদী প্রতিনিধি :: আজ শনিবার সকালে পাবনা জজ কোর্টের সাবেক পিপি এড.আক্তারুজ্জামান মুক্তার কলেজ রোডস্থ’ বাড়িতে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ঈশ্বরদীর প্রবীন আইনজীবি এড. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এড.মোখলেছুর রহমান বিশ্বাস, মুকুল, সাবেক পিপি এড.আক্তারুজ্জামান মুক্তা, এড.এসএম.রেবাউল হাসান, এড,ইসহাক আলী, এড.মনোয়ার হোসেন স্বপন, এড.আবুল কালাম আজাদ রেন্টু, এড.ইউসুব আলী সরদার, এড.হেদায়েত-উল হক,এড.আল আমিন, এড,তোরাব আলী, এড.আরিফ হাসানসহ অন্যরা বক্তব্য দেন। বক্তারা ঈশ্বরদীর সকল আইনজীবিদের নিয়ে তাদের সকল প্রকার সুবিধা-অসুবিধার কথা চিন্তা করে ঈশ্বরদী উপজেলা আইনজীবি পরিষদ গঠনের সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত আলোচনা শেষে ঈশ্বরদী উপজেলার সকল আইনজীবীর সমন্বয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। পরে এড.মোখলেছুর রহমান বিশ্বাস মুকুল কে সভাপতি ও এড.আক্তারুজ্জামান মুক্তা কে সম্পাদক করে ঈশ্বরদী উপজেলা আইনজীবি পরিষদের পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। একই সাথে এড.সিরাজুল ইসলামসহ সাত সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়।