সোমবার ● ১০ আগস্ট ২০২০
প্রথম পাতা » নওগাঁ » শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে চারা বিতরণ
শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে চারা বিতরণ
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭১ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে দুই’শ জনের মাঝে চারা বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, এসিল্যান্ড আরিফ মুর্শেদ মিশু, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ও মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, আত্রাই প্রেসক্লাব সভাপতি রুহুল আমীন প্রমুখ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতে দুই মাদক ব্যবসায়ীর সাজা
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে মাদক বিক্রয়ের দায়ে দুই মাদক ব্যবসায়ীকে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. ছানাউল ইসলাম তাদের এই সাজা প্রদান করেন।
কারদন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার জয়সাড়া গ্রামের সায়েদ আলীর ছেলে লালন (২৪) ও বিপ্রবোয়ালিয়া গ্রামের নিতাই শাহ্ ছেলে সজিত শাহ্ (২৫)।
এ বিষয়ে আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা এসআই প্রদীপ সঙ্গীয় ফোসসহ বিপ্রবোয়ালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ওই দুই মাদক ব্যবসায়ীকে গাঁজা বিক্রয়কালে গাঁজাসহ আটক করে। পরে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছানাউল ইসলাম ভ্রাম্যমান আদালতে দুই জনের ৫শত টাকা জরিমানা ও ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সোমবার সকালে তাদের নওগাঁ জেলা হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
ভাতা ভোগীদের মাঝে দেড় কোটির অধিক টাকা বিতরণ
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে দুই হাজার ১ শত ৮৮ জন ভাতা ভোগীদের মাঝে দেড় কোটির অধিক টাকা বিতরণ করা হয়েছে। ২০১৯-২০২০ অর্থ বছরে উপজেলার ৮ ইউনিয়নে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে এ অর্থ বিতরণ করা হয়।
উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, গত ২০১৯-২০২০ অর্থ বছরে উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে শাহাগোলা ইউনিয়নে ৬৩ জন বয়স্কভাতা ভোগীর অনুকূলে ৩ লাখ ৭৮ হাজার টাকা, বিধবা ভাতা ভোগী ৬৪ জনের অনুকূলে ৩ লাখ ৮৪ হাজার টাকা এবং ৯৫ জন প্রতিবন্ধী ভাতা ভোগীর অনুকূলে ৮ লাখ ৫৫ হাজার টাকা বিতরণ করা হয়। ভোঁপাড়া ইউনিয়নে ৬৫ জন বয়স্কভাতা ভোগীর অনুকূলে ৩ লাখ ৯০ হাজার টাকা, বিধবা ভাতা ভোগী ৬৪ জনের অনুকূলে ৩ লাখ ৮৪ হাজার টাকা এবং ১৫৫ জন প্রতিবন্ধী ভাতা ভোগীর অনুকূলে ১৩ লাখ ৯৫ হাজার টাকা বিতরণ করা হয়। আহসানগঞ্জ ইউনিয়নে ৬৭ জন বয়স্কভাতা ভোগীর অনুকূলে ৪ লাখ ২ হাজার টাকা, বিধবা ভাতা ভোগী ৬৫ জনের অনুকূলে ৩ লাখ ৯০ হাজার টাকা এবং ১৪৮ জন প্রতিবন্ধী ভাতা ভোগীর অনুকূলে ৮ লাখ ৩২ হাজার টাকা বিতরণ করা হয়। পাঁচুপুর ইউনিয়নে ৭১ জন বয়স্কভাতা ভোগীর অনুকূলে ৪ লাখ ২৬ হাজার টাকা, বিধবা ভাতা ভোগী ৬৪ জনের অনুকূলে ৩ লাখ ৮৪ হাজার টাকা এবং ১৮৫ জন প্রতিবন্ধী ভাতা ভোগীর অনুকূলে ১৬ লাখ ৬৫ হাজার টাকা বিতরণ করা হয়। বিশা ইউনিয়নে ৭১ জন বয়স্কভাতা ভোগীর অনুকূলে ৪ লাখ ২৬ হাজার টাকা, বিধবা ভাতা ভোগী ৬৬ জনের অনুকূলে ৩ লাখ ৯৬ হাজার টাকা এবং ১৩৯ জন প্রতিবন্ধী ভাতা ভোগীর অনুকূলে ১২ লাখ ৫১ হাজার টাকা বিতরণ করা হয়। মনিয়ারী ইউনিয়নে ৬৬ জন বয়স্কভাতা ভোগীর অনুকূলে ৩ লাখ ৯৬ হাজার টাকা, বিধবা ভাতা ভোগী ৬৪ জনের অনুকূলে ৩ লাখ ৮৪ হাজার টাকা এবং ১২৫ জন প্রতিবন্ধী ভাতা ভোগীর অনুকূলে ১১ লাখ ২৫ হাজার টাকা বিতরণ করা হয়। কালিকাপুর ইউনিয়নে ৬৩ জন বয়স্কভাতা ভোগীর অনুকূলে ৩ লাখ ৭৮ হাজার টাকা, বিধবা ভাতা ভোগী ৬৫ জনের অনুকূলে ৩ লাখ ৯০ হাজার টাকা এবং ১৩১ জন প্রতিবন্ধী ভাতা ভোগীর অনুকূলে ১১ লাখ ৭৯ হাজার টাকা বিতরণ করা হয়। হাটকালুপাড়া ইউনিয়নে ৬৫ জন বয়স্কভাতা ভোগীর অনুকূলে ৩ লাখ ৯০ হাজার টাকা, বিধবা ভাতা ভোগী ৬৪ জনের অনুকূলে ৩ লাখ ৮৪ হাজার টাকা এবং ১৬৩ জন প্রতিবন্ধী ভাতা ভোগীর অনুকূলে ১৪ লাখ ৬৭ হাজার টাকা বিতরণ করা হয়।
এ বিষয়ে বয়স্ক ভাতাভোগী শাহাগোলা গ্রামের জামাল উদ্দিন সরদার, বিধবা ভাতাভোগী জাতআমরুল গ্রামের মনোয়ারা বেওয়া বলেন, আমরা ভাতার টাকা পেয়ে কুব খুশি। এ টাকায় আমাদের সাংসারিক অভাব অনটন অনেকটা দুর হবে।
উপজেলা সমাজসেবা অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, আমাদের ইউনিয়ন সমাজকর্মীরা স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সহায়তায় তালিকা প্রস্তুত করেছেন। উপজেলা পর্যায় ভাতা বাস্তবায়ন কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমানের ব্যবস্থাপনায় এবং উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলামের সার্বিক তত্বাবধানে ভাতা ভোগীদের মাঝে সুষ্ঠভাবে ভাতা বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের তালিকা স্থানীয় ইউপি সদস্য এবং সমাজকর্মীর মাধ্যমে প্রস্তুত করা হয়েছে। এবং তা সুষ্ঠভাবে বিতরণ করা হয়েছে।