রবিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ৭টি উন্নয়নের দাবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ৭টি উন্নয়নের দাবি
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলাকে পৌরসভায় উন্নীত, গ্যাস সংযোগ, মুক্তিযোদ্ধাদের নামফলক ও ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপনসহ উপজেলাবাসীর কাঙ্খিত উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে৷ ১৩ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যায় উপজেলার একটি পার্টি সেন্টারে বিশ্বনাথ পৌরসভা বাসত্মবায়ন পরিষদের আহবায়ক যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব সুনু মিয়ার উদ্যোগে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়৷
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুনু মিয়া বলেন, বাংলাদেশ যখন উন্নয়নের জোয়ারে ভাসছে, তখন বিশ্বনাথবাসী রয়েছেন তাঁদের কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত৷ এর ব্যর্থতা এলাকার সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের৷ জনপ্রতিনিধিরা কষ্ঠ দিলে আমরা কোথায় যাব, একথা কি তাঁরা বুঝতে পারেন না? বিশ্বনাথে গ্যাস সংযোগ না হওয়ার কারণে এই অঞ্চলে কোন কল-কারখানা স্থাপন করতে পারছেন না এলাকার বিত্তবান বা প্রবাসীরা৷ উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি বিশ্বনাথকে পৌরসভায় রুপান্তরিত করার প্রক্রিয়াটিও অপরাজনৈতিক চক্রান্তে আটকে আছে৷ এতে আমরা বঞ্চিত হচ্ছি কাঙ্খিত নাগরিক সুযোগ-সুবিধা পাওয়া থেকে৷
তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধাদের নামফলক দীর্ঘদিনেও স্থাপিত না হওয়ার ফলে আমাদের সূর্য সন্তানরা রয়েছেন প্রাপ্য সম্মান পাওয়া থেকে বঞ্চিত৷ বিশ্বনাথে অডোটেরিয়াম স্থাপন না হওয়ার ফলে বিকশিত হচ্ছেনা আমাদের সাহিত্য-সাংস্কৃতিক কর্মকান্ড৷ বর্জ্য ফেলার নির্দিষ্ট কোন স্থান নিধারিত না হওয়ার ফলে প্রতিনিয়ত হচ্ছে পরিবেশ৷ এতে শারীরিকভাবে ক্ষতিগ্রস্থ আমরা ও আমাদের ভবিষত্ প্রজন্মরা৷ উপজেলার ছোট-বড় প্রত্যেকটি সড়কের হয়েছে করুণদশা৷ যাতে চলাচলে উপজেলাবাসীকে প্রতিনিয়তই দুর্ভোগ পোহাতে হচ্ছে৷ অপরিকল্পিতভাবে স্থাপনা নির্মাণের ফলে উপজেলা জুড়ে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা৷
তিনি আরোও বলেন, উপজেলার শতবছরের প্রাচীন বিদ্যাপীঠ রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় ও হাজী মফিজ আলী বালিকা স্কুল এন্ড কলেজটি সরকারীকরণের দাবি উপজেলাবাসী দীর্ঘদিন ধরে করে আসলেও এখনও তা পূরণ হয়নি৷ তিনি প্রমানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ‘বিশ্বনাথ উপজেলাবাসী ও প্রবাসী বিশ্বনাথীদের পৰ থেকে’ এসব দাবি পূরণের আহবান করেন৷
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সিতার মিয়া, উপজেলা যুবলীগ নেতা ফজলু মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, বর্তমান সহ সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বিশ্বনাথ বার্তা সম্পাদক মোসাদ্দেক হোসেন সাজুল, বিশ্বনাথ মুক্তিযোদ্ধ প্রজন্ম সভাপতি কবি নাজমুল ইসলাম মকবুল ও গণমাধ্যম কর্মী প্রমুখ।