সোমবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বাণী অর্চনা পুজা উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা
বাণী অর্চনা পুজা উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা
ষ্টাফ রিপোর্টার :: শ্রী শ্রী বাণী অর্চনা বিদ্যাদেবী (স্বরস্বতি) পুজা উপলক্ষে রাঙামাটির ক্রীড়া সংগঠন বলাকা ক্লাব আহ্বায়ক কমিটি ও শিক্ষার্থীদের উদ্দ্যেগে রবিবার (১৪ ফেব্রুয়ারী) শহরের গর্জনতলী এলাকায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷
বাণী অর্চনা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক রুপেন ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি স্মৃতি বিকাশ ত্রিপুরা, বিশেষ অতিথি হিসেবে ৭নং পৌর কাউন্সিলর জামাল উদ্দিন, ৭,৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর জুবাইতুন নাহার, ক্রীড়া সংগঠন বলাকা ক্লাবের আহ্বায়ক অশোক ত্রিপুরা, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা, ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক কুঞ্জমনি ত্রিপুরা বক্তব্য রাখেন৷
আলোচনাসভায় বক্তরা বলেন, ধর্ম যার যার উত্সব সবার৷ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল জাতির উত্সব যাতে সুষ্ঠ ও সুন্দরভাবে পালন করতে পারে সেজন্য যার যার অবস্থান থেকে আমাদের সহযোগিতা করতে হবে৷ বক্তরা বলেন, পার্বত্য অঞ্চলে ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠি বসবাস করলেও সকল জাতির উত্সবে সকলেই স্বানন্দে অংশগ্রহণ ও উপভোগ করে৷ কিন্তু একটি মহল আমাদের এই সম্প্রীতি বিনষ্ঠ করতে নানা ধরনের কুচক্রী কার্যক্রম চালাচ্ছে৷ এই কুচক্রী মহল থেকে সজাগ থাকতে ও সকলে সকলের সাথে সম্প্রীতি অটুট রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তরা৷
আলোচনাসভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবশনায় পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান৷