শনিবার ● ১৫ আগস্ট ২০২০
প্রথম পাতা » ঢাকা » যশোরে তিন কিশোরকে পিটিয়ে হত্যা ঘটনায় খুনী কর্মকর্তাদের অবিলম্বে গ্রেফতারের দাবি
যশোরে তিন কিশোরকে পিটিয়ে হত্যা ঘটনায় খুনী কর্মকর্তাদের অবিলম্বে গ্রেফতারের দাবি
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের নেতৃবৃন্দ আজ এক বিবৃতিতে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোরকে পিটিয়ে হত্যা ও অনেককে গুরুতর আহত করার ঘটনাকে ‘র্ববর ও নৃশংস হত্যাকান্ড’ হিসাবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন ঠান্ডা মাথায় একজন একজন করে পিটিয়ে রোমহর্ষক এই হত্যাকান্ড ঘটানো হয়েছে। তারা বলেন, কিশোরদের দেখভাল করার যাদের দায়িত্ব ছিল সেই কর্মকর্তারা জল্লাদের ভূমিকায় অবতীর্ণ হয়ে যেভাবে এই হত্যাযজ্ঞ চালিয়েছেন তা রীতিমত নজিরবিহীন।
বিবৃতিতে নেতৃবৃন্দ অনতিবিলম্বে কিশোরদের হত্যাকারী কেন্দ্রের কর্মকর্তাদের গ্রেফতার ও তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।
নেতৃবৃন্দ আহত কিশোরদের উপযুক্ত চিকিৎসা এবং নিহত ও আহতদের পরিবারকে প্রয়োজনীয় পুনর্বাসনের দাবি জানান।
তারা নিহতদের কিশোরদের জন্য গভীর শোক জানান। তারা তাদের পরিবারসমূহের প্রতিও গভীর সমবেদনা প্রকাশ করেন।