সোমবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » লোহাগাড়া অনলাইন প্রেস ক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন
লোহাগাড়া অনলাইন প্রেস ক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন
প্রেস বিজ্ঞপ্তি :: লোহাগাড়া অনলাইন প্রেস ক্লাব এর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গনতান্ত্রিক প্রক্রিয়ায় সকল সদস্যদের প্রত্যক্ষ ভোটে গঠিত হয়।
দৈনিক ইত্তেফাক ও ইত্তেফাক অনলাইন পত্রিকার লোহাগাড়া প্রতিনিধি অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছকে সদস্যদের সর্বসম্মতিক্রমে উপদেষ্টা মনোনীত এবং উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ ভোটে সিটিজি নিউজ বিডি.কমের সম্পাদক কাইছার হামিদকে সভাপতি এবং এশিয়ান টিভি ও সময়ের কন্ঠস্বরের প্রতিনিধি আবদুল আউয়াল জনিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সকল সদস্যদের আলোচনা সাপেক্ষে সর্বসম্মতিক্রমে বিডি জার্নাল এর লোহাগাড়া প্রতিনিধি মনির আহমদ আজাদকে সিনিয়র সহ-সভাপতি, বিডি লাস্ট ডটকম এর লোহাগাড়া প্রতিনিধি ডা: ওমর ফারুককে সহ-সভাপতি, যায়যায়দিন এর লোহাগাড়া প্রতিনিধি সহ-সভাপতি আব্দুল জব্বার ফিরোজ, সিটিজি টাইমস ডটকম এর লোহাগাড়া প্রতিনিধি সাত্তার সিকদারকে সহ- সাধারণ সম্পাদক, নিউজ বিএনএ ডটকম এর লোহাগাড়া প্রতিনিধি এরশাদ হোসেন সহ-সাধারণ সম্পাদক, সিটিজি নিউজ বিডি.কমের এর লোহাগাড়া প্রতিনিধি মিজবাহ উদ্দিন রাজিবকে সাংগঠনিক সম্পাদক, আইপিসিএস ডটকম এর লোহাগাড়া প্রতিনিধি কাইছার ইকবাল চৌধুরীকে সহ-সাগঠনিক সম্পাদক, জিএসএস নিউজ ডটকম এর লোহাগাড়া প্রতিনিধি রায়হান সিকদারকে তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক, বিডি২৪ রিপোর্ট ডটকম এর লোহাগাড়া প্রতিনিধি আরিফ উদ্দিন রুবেলকে দপ্তর ও অর্থ সম্পাদক, বিডি ভিউ ২৪ ডটকম এর লোহাগাড়া প্রতিনিধি এম.এ. এইচ রাব্বিকে সহ-দপ্তর ও অর্থ সম্পাদক, এনটিভি প্রতিনিধি মো. আলী রাশেদকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, নির্বাহী সদস্য যথাক্রমে জাহেদুল ইসলাম, কবি মুহাম্মদ সোলাইমান, এরশাদ ও আলাউদ্দিনকে সদস্য মনোনীত করা হয়।
১৪ ফেব্রুয়ারী সন্ধ্যায় লোহাগাড়া অনলাইন প্রেস ক্লাবের আত্মপ্রকাশ ও পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অনলাইন প্রেস ক্লাবের আহবায়ক প্রযুক্তিবিদ ড. জানে আলম রাবিদ, উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অনলাইন প্রেস ক্লাবের সদস্য সচিব শামসুল আলম স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অনলাইন প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক নির্মল বড়ুয়া মিলন, অধ্যাপক আকতার চৌধুরী ও চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সহ-সভাপতি অধ্যাপক মুকতাদের আজাদ খান।
উল্লেখ্য, লোহাগাড়ায় টিভি মিডিয়া, প্রিন্টমিডিয়া ও অনলাইন পোর্টালে কর্মরত সাংবাদিকদের পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ, স্বার্থ সংরক্ষণ ও ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে সংবাদকর্মীদের কল্যাণে শ্লোগানে এ সংগঠনের আত্মপ্রকাশ।
বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। তারুণ্যের অগ্রযাত্রায় এক ঝাঁক কলম সৈনিকদের নিরন্তর পথ চলা সুন্দর, জনকল্যাণমুখী বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকারাবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার প্রয়াস লোহাগাড়া অনলাইন প্রেসক্লাব পরিবারের সকল সদস্যদের।