সোমবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » পাকশী রেল বিভাগে দ্রুতযান ট্রেন লাইনচ্যুত
পাকশী রেল বিভাগে দ্রুতযান ট্রেন লাইনচ্যুত
ঈশ্বরদী প্রতিনিধি :: (১৫ ফেব্রুয়ারী ২০১৬: বাংলাদেশ সময় বিকাল ৫.৪৮মিঃ) ঢাকা-দিনাজপুর রুটে নাটোরের আব্দুলপুর জংসন স্টেশনের কাছে ১৫ ফেব্রুয়ারী সোমবার সকাল সাড়ে আটটায় সিগন্যাল না মেনে মিটারগেজ লাইনের ট্রেন ব্রডগেজ লাইনের পয়েন্ট ভেঙ্গে ঢুকে পড়ায় দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়৷ এর ফলে আব্দুলপুর স্টেশনের আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে৷
খবর পেয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-(ডিএন-২) আসাদুল হকের নেতৃত্বে রেলের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷
এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা(ডিটিও)শওকত জামিল মহসীকে আহবায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷
ঈশ্বরদী রেলওয়ে পুলিশিং কমিটির সভাপতি আসাদুর রহমান জানান, দ্রুতযান ট্রেনটি ঢাকা থেকে দিনাজপুর যাচ্ছিল৷ সকালে ঈশ্বরদী বাইপাস স্টেশন অতিক্রম করার পর ট্রেনটি নাটোরের আব্দুলপুর স্টেশনে প্রবেশের আগে রেলওয়ের সিগন্যাল না মানায় লাইনের পয়েন্ট ভেঙ্গে ব্রডগেজ লাইনে ঢুকে পড়ে৷ বিকট শব্দে এ সময় ইঞ্জিনসহ ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়৷ আসাদুর রহমান বলেন, অল্পের জন্য দ্রুতযান ট্রেনটি দূঘর্টনা থেকে রক্ষা পেয়েছে৷ কারণ কিছুক্ষন আগে ওই লাইন দিয়ে যাত্রীবাহী সিল্কসিটি ট্রেন অতিক্রম করে৷ এর পরপরই দ্রুতযান ট্রেনটি ওই লাইনে প্রবেশ করে৷ এ কারণে দুই ট্রেনের মধ্যে সংঘর্ষে বড় ধরনের দূঘর্টনা ঘটার আশংকা ছিলো৷
পাকশী রেলওয়ে বিভাগীয় রেলের এক কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে জানান, দ্রুতযান ট্রেনের ইঞ্জিন ও বগি উদ্ধারের জন্য দুপুর ১২টায় ঈশ্বরদী লোকো থেকে রিলিফ ট্রেন এনে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে৷ ইঞ্জিন ও বগির তেমন ক্ষতি না হলেও ৪০টি স্লিপার ভেঙ্গে গেছে৷ এগুলো দ্রুত বদল করে লাইন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে৷
প্রসঙ্গত, গত শুক্রবার সকালে রেলওয়ে পাকশী বিভাগের ঈশ্বরদী-জয়দেবপুর-ঢাকা রুটের চাটমোহর স্টেশনের কাছে যাত্রীবাহী দ্রুতযান ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়৷ এতে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকা ৯ ঘন্টা রেল যোগাযোগ বন্ধ থাকে৷ ওই ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠর করা হয়৷ ওই ঘটনার তিনদিন পর আজ সোমবার আবারও দ্রুতযান এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হলো৷