রবিবার ● ১৬ আগস্ট ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » দীঘিনালায় মোর্শেদা নিহতের ঘটনায় খাগড়াছড়িতে বিক্ষোভ করেছে পিসিএনপি
দীঘিনালায় মোর্শেদা নিহতের ঘটনায় খাগড়াছড়িতে বিক্ষোভ করেছে পিসিএনপি
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালার বাবুছড়া গুচ্ছগ্রামে দুর্বৃত্তের গুলিতে ভূমি রক্ষা কমিটির সভাপতির স্ত্রী মোর্শেদা (৪০) নিহতের ঘটনায় ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। আজ রবিবার ১৬ আগস্ট সকালে পৌর শহরে বিক্ষোভ মিছিল শেষে শাপলা চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে বক্তারা সন্ত্রাসীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, অন্যথায় খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলাকে অচল করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদে কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মো. আবু তাহের, সিনিয়র সাধারণ সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর আব্দুল মজিদ, সিনিয়র সাধারন সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর এসএম মাসুম রানা, সাংগঠনিক সম্পাদক ও মাটিরাঙা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আনিছুজ্জামান ডালিম ও দপ্তর সম্পাদক লোকমান হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রসঙ্গত,শুক্রবার দিবাগত রাত দেড় টার দিকে সন্ত্রাসীরা সোনা মিয়া টিলা ভূমি রক্ষা কমিটির সভাপতি আব্দুল মালেকের বাড়ীতে এলোপাথারি গুলি ছুড়ে। এতে মোর্শেদা বেগম ও তাঁর ছেলে মো. আহাদ গুলিবিদ্ধ হয়।
পরে স্থানীয়রা তাদেরকে গুলিবিদ্ধ অবস্থায় দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মোর্শেদা বেগমকে মৃত ঘোষনা করে। তার ছেলে আহাদ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সন্ত্রাসীরা আরো কয়েকটি বাড়ী লক্ষ্য করেও ব্রাশ ফায়ার করে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে শতাধিক গুলির খোসা উদ্ধার করে। খাগড়াছড়ির পুলিশ সুপার আব্দুল আজিজ জানান, আঞ্চলিক সংগঠনগুলো আধিপত্য বিস্তারের জেরে এমন ঘটনা ঘটাতে পারে। মামলা হলে এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।