রবিবার ● ১৬ আগস্ট ২০২০
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে পল্লী চিকিৎসক টিপু খুনের ঘটনায় আটক-৭
খাগড়াছড়িতে পল্লী চিকিৎসক টিপু খুনের ঘটনায় আটক-৭
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গত ২৪ জুলাই বাড়ি থেকে ডেকে নিয়ে পল্লী চিকিৎসক নুর মোহাম্মদ টিপু হত্যা মামলায় ৭ জনকে আটক করেছে পুলিশ। আজ ১৬ আগস্ট রবিবার ও গতকাল শনিবার বিকেলে মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যাকান্ডে অংশ নেয়াদের আটক করার দাবি পুলিশের।
আটককৃতরা হলো : শান্তি ত্রিপুরা, সুমন ত্রিপুরা, ডেনী ত্রিপুরা, দীপন ত্রিপুরা, স্বপন ত্রিপুরা ও নিপন ত্রিপুরা। তাদের সবার বাড়ি মাটিরাঙ্গায়। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক শাহনুর আলম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, পল্লী চিকিৎসক নুর মোহাম্মদের সাথে ত্রিপুরা এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক আছে এমন সন্দেহ ছিল নিপন ত্রিপুরার। সন্দেহ থেকে ঘটনার দিন ২৪ জুলাই ভোরে বাড়ি থেকে প্রসূতি রোগীকে চিকিৎসা দেয়ার কথা বলে নুর মোহাম্মদকে ডেকে নিয়ে যায়। নিপন ত্রিপুরার নেতৃত্বে তার অপর ৬ সহযোগীসহ মিলে হত্যা করে মরদেহ সাপমারা ব্রিজের নিচে উলঙ্গ অবস্থায় ফেলে পালিয়ে যায়। মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুদ্দিন ভূইয়া সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির ব্যবহার করে নুর মোহাম্মদ হত্যা মামলার ৭ আসামীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকান্ডের কথা স্বীকার করেছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।