সোমবার ● ১৭ আগস্ট ২০২০
প্রথম পাতা » পাবনা » করোনার উপসর্গ নিয়ে পাবনায় কলেজ শিক্ষকের মৃত্যু
করোনার উপসর্গ নিয়ে পাবনায় কলেজ শিক্ষকের মৃত্যু
মো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ডিগ্রী কলেজের প্রদর্শক শিক্ষক মো. আমিরুল ইসলাম (৫৫) করোনার উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন।
গতকাল ১৬ আগস্ট রবিবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি মারা যান।
দেবোত্তর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. সাইদুর রহমান ১৭আগস্ট সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
আমিরুল ইসলাম করোনায় সংক্রমিত হয়ে থাকতে পারেন বলে তিনি জানান।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আমিরুল ইসলাম প্রায় এক সপ্তাহ আগে জ্বর ও কাশিতে আক্রান্ত হন। আলাদাভাবে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
গত শনিবার থেকে তাঁর মৃদু শ্বাসকষ্ট শুরু হয়। গত রোববার সকালে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়।
রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আমিরুল ইসলাম পাবনা পৌর সদরের শালগাড়িয়া মহল্লার মৃত আজহার আলীর সন্তান। আজ সোমবার সকালে স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ ঈদগাহ মাঠে জানাযা শেষে তাকে আরিফপুর কবরাস্থানে দাফন করা হয়।