মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় ৪ সন্তানের জননীর মরদেহ উদ্ধার
উখিয়ায় ৪ সন্তানের জননীর মরদেহ উদ্ধার
উখিয়া প্রতিনিধি :: কক্সবাজারের উখিয়ায় ৪ সন্তানের জননী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধুর নাম রাশেদা বেগম (২৮)। সে উখিয়া উপজেলার জালিয়াপালং পূর্ব পাইন্যাশিয়া চরপাড়া গ্রামের আবুল হাশেমের স্ত্রী। সোমবার রাতে ওই মহিলার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে পারিবারিক কলহের জের ধরে রাশেদা’র স্বামী মারধর করলে গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে সে। সপ্তাহখানেক অসুস্থতা ভোগ করে গতরাতে সে মৃত্যুবরণ করে। নিহত রাশেদা বেগম রামু উপজেলা খুনিয়াপালং এলাকার আলী আহমদের মেয়ে। এদিকে স্ত্রীর নিহতের ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে বলে খবর পাওয়া গেছে।
উখিয়া থানার উপ-পরিদর্শক আলীমুর রেজা বলেন, খবর পেয়ে গতরাতে লাশ উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জের ধরে সে অসুস্থ পড়ে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এখনো মামলা হয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে জালিয়াপালং ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মনির আহমদ বলেন, এক মহিলার মরদেহ উদ্ধারের খবর শুনেছি। তবে চট্টগ্রামে অবস্থান করায় বিস্তারিত জানিনা।
জালিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই মহিলা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। তবে সপ্তাহখানেক আগে তার স্বামী মারধর করেছে এমনটি শুনেছি।
উখিয়া থানার ওসি নুরুল ইসলাম মজুমদার বলেন, পূর্ব পাইন্যাশিয়া এলাকা থেকে এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। অভিযোগ এবং ময়না তদন্তের রিপোর্ট পাওয়া পেলে তদন্ত পূর্বক আইনী পদক্ষেপ নেয়া হবে।
উখিয়ায় মসজিদের জমি দখলের পায়তারা করছে ভূমিদস্যু জাফর আলম
উখিয়া :: উখিয়ায় মসজিদের নামীয় জমি দখলের পায়তারা করছে কতিপয় ভূমিদস্যূরা। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ও উখিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছে মসজিদের মতোয়াল্লী ও মৃত আবুল খায়েরের ছেলে সুলতান আহমদ।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট সকাল ৭টার দিকে রাজাপালং ইউনিয়নের পূর্ব হিজলিয়াপালং জামে মসজিদের নামীয় ২৫ শতক নাল জমি জবর দখল করে দালান নির্মাণের পায়তারা করে ২নং ওয়ার্ডের খালকাচা পাড়া এলাকার মৃত হাকিম আলী ছেলে জাফর আলম (৫০), ফরিদুল আলম (৫৫), জাফর আলমের স্ত্রী নুর বেগম (৪৫), জাফর আলমের মেয়ে রহিম বেগম (২১), জাফর আলমের মেয়ের জামাই মনখালীর বাসিন্দা (বর্তমানে রাজাপালং) রুহুল আমিন (৩২), রুহুল আমিনের মেয়ে আমিনা বেগম (২৬) জাফর আলমের ছেলে হুমায়ন কবির, আলী আহমদের ছেলে ছৈয়দ আলম (৩৫) সহ সংঘবদ্ধ আরো অনেকে।
গত ৫ মার্চ ১৯৮৩ সালে উত্তর পুকুরিয়া গ্রামের আলী আহমদ মুন্সীর স্ত্রী মৃত গোল চেহের উখিয়া সাব-রেজিষ্ট্রি অফিসে রেজি: দলিল নং ৯৭৪ মূলে পূর্ব হিজলিয়া জামে মসজিদের নামে জমিটি ওয়াকপ করেন বলে অভিযোগে প্রকাশ করা হয়েছে। তখন থেকে উক্ত জায়গা লাগিয়ত, শাসন সংরক্ষণ ও চাষবাদ করিয়া মসজিদের উন্নয়নে অর্থ ব্যয় করা হয় বলেও জানা গেছে।
সম্প্রতি জমির মূল্য বেড়ে যাওয়ায় ভুমিদস্যূরা সম্পূণ্য অন্যায় ভাবে জোরপূর্বক মসজিদের জায়গার উপর দালান নির্মাণ করতে গেলে বাঁধা দেওয়ায় অস্ত্রে, শস্ত্রে সজ্জিত হয়ে প্রয়োজনে খুন করার প্রকাশ্যে হুমকি দেয় বলে অভিযোগে প্রকাশ করে।
মসজিদ কমিটির সদস্য মৃত রশিদ আহমদের ছেলে ফয়েজ আহমদ বলেন, মসজিদের নামীয় জমিতে রোপিত ধানের চারা উপড়ে ফেলে জাফর গং অন্যায় ভাবে দখল করার চেষ্টা করছে। এতে মসজিদের মুসল্লীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
অভিযুক্ত জাফর আলম গংয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা মুঠোফোনে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে উখিয়া থানার অফিসার ইনচার্জ মর্জিনা আকতার বলেন, বিষয়টি অতীব স্পর্শকাতর। অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দোষীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়া হবে।