বুধবার ● ১৯ আগস্ট ২০২০
প্রথম পাতা » জনদুর্ভোগ » অটোরিক্সার ভাড়া কমানোর দাবিতে সামাজিক সংগঠনের স্বারকলিপি
অটোরিক্সার ভাড়া কমানোর দাবিতে সামাজিক সংগঠনের স্বারকলিপি
ঝালকাঠি প্রতিনিধি :: ব্যাটারি চালিত অটো রিক্সার ভাড়া কমানোর দাবিতে ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারের কাছে স্মারক লিপি প্রদান করেছে মানবকল্যান সোসাইটি নামে একটি সামাজিক সংগঠন। উল্লেখ্য ঝালকাঠি শহরে করোনাকালীন সময়ে একটি অটোতে ৮ জনের পরিবর্তে ৪ জন বহনের শর্তে সর্বনিম্ন ভাড়া ৫ টাকার পরিবর্তে ১০ টাকা এবং শহর থেকে বাস টার্মিনালের ভাড়া ১০ টাকার স্থলে ১৫ টাকা করা হয়েছিল। কিন্তু বর্তমানে সকল অটোতে আগের মত ৮ জন যাত্রী বহন করা হচ্ছে। তাই ভাড়া কমানোর দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে ঊপস্থিত ছিলেন ঝালকাঠি মানব কল্যান সোসাইটির সদস্য উজ্জল রহমান, তানিম হোসেন, রুবেল মৃধা, পিউ ঘরামি, আবুল হোসেন ও রাসেল তালুকদার প্রমুখ।
গণপূর্ত বিভাগের উপসহকারি প্রকৌশলীর উপর
হামলার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন
ঝালকাঠি:: রাজশাহী গণপূর্ত বিভাগ-২ এর উপসহকারি প্রকৌশলী দেলোয়ার হোসেন এর উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ ও দুস্কৃতিকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করা হয়েছে। ১৯ আগষ্ট বুধবার বিকেলে গণপূর্ত অফিসের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে ঝালকাঠি গণপূর্ত বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেয়। মানববন্ধন চলাকালে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ঝালকাঠি গণপূর্ত বিভাগের উপসহকারি প্রকৌশলী কামাল হোসেন হাওলাদার, বাংলাদেশ পিব্লিউডি ডিপ্লোমা প্রকৌশল সমিতির ঝালকাঠি জেলা শাখার সভাপতি সঞ্জীব কুমার দেবনাথ, সাধারণ সম্পাদক সমরজিৎ সিংহ, উপ-সহকারি প্রকৌশলী মো. বদিউজ্জামান, গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারি ইউনিয়ন ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহ আজম সিকদার। বক্তারা রাজশাহী গণপূর্ত বিভাগ-২ এর উপসহকারি প্রকৌশলী দেলোয়ার হোসেনের উপর বর্বরোচিত হামলাকারীর দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।#