শুক্রবার ● ২১ আগস্ট ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবান শহরের পূরবী বার্মিজ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি
বান্দরবান শহরের পূরবী বার্মিজ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি
মোহাম্মদ আব্দুর রহিম, বান্দরবান প্রতিনিধি :: বান্দরবান শহরে পূরবী বার্মিজ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ২১ আগস্ট বিকাল চারটার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের ঘটনার সাথে সাথে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যসহ স্থানীয়রা আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল চারটার দিকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশের মালিকানাধীন টিনশেট পূরবী বার্মিজ মার্কেটের পিছনের অংশে অজ্ঞাত কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের সাথে সাথে মুহূর্তের মধ্যেই পূরবী বার্মিজ মার্কেটের চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ও বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পূরবী মার্কেটের ব্যবসায়ীরা এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন।
এ বিষয়ে পূরবী বার্মিজ মার্কেটের বনফুল টেক্সটাইলের মালিক ঠিকাদার মিলন জানিয়েছেন, পূরবী বার্মিজ মার্কেটে আগুনের ঘটনায় আমার ভাই ও আমার তাঁতের চারটি দোকানসহ এ মার্কেটে ২২টি কাপড় ও বার্মিজ আইটেমের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার সাকরিয়া হায়দার বলেন, শহরের বার্মিজ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। কিভাবে আগুনের সূত্রপাত ও আগুনে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে এখনো বলা সম্ভব হচ্ছে না। বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানানো হবে।