শুক্রবার ● ২১ আগস্ট ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ২১ আগস্ট গ্রেনেড হামলা উপলক্ষে মানবন্ধন
ঝালকাঠিতে ২১ আগস্ট গ্রেনেড হামলা উপলক্ষে মানবন্ধন
গাজী মো.গিয়াস উদ্দিন,ঝালকাঠি প্রতিনিধি :: বিএনপি নেতৃত্বধানী চার দলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার শিকার হন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এ উপলক্ষে ঝালকাঠিতে শুক্রবার বিকাল ৪টায় প্রেসক্লাবের সামনে আলোচনা সভা ও মানবন্ধন করেছে জেলা আওয়ামী লীগের নেতারা। মানবন্ধনে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সভাপতি সরদার মো.শাহ আলম,সাধারণ সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার,জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.সিদ্দিকুর রহমান,যুগ্ন সাধারণ সম্পাদক বাবু তরুন কুমার কর্মকার,সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিল,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো.খসরু নোমান,দপ্তর সম্পাদক আবু সাঈদ খান, পৌর আওয়ামলী লীগের সাধারণ সম্পাদক,মো.মাহাবুবুর রহমান, জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলার মো.রেজাউল করিম জাকির,যুগ্ন আহ্বায়ক মো.কামাল শরীফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলার মো.হাফিজ আল মাহমুদ প্রমুখ।