শনিবার ● ২২ আগস্ট ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ২১ আগস্ট নিহতদের স্মরণে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের অলোচনা সভা
রাঙামাটিতে ২১ আগস্ট নিহতদের স্মরণে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের অলোচনা সভা
রাঙামাটি :: ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামিলীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে বোমা হামলায় নিহতদের স্বরণে আলোচনা সভা করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাঙামাটি জেলা।
শনিবার বিকাল তিন ঘটিকায় রাঙামাটি শহরের বনরুপা রেইনবো মিলনায়তনে নিহতদের স্বরণে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহাবায়ক নূর আজাদ চৌধুরীর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালে ১৫ আগস্ট ও ২০০৪ সালে ২১ আগস্টের ঘটনা অভিন্ন। যারা ১৫ আগস্ট তৈরী করেছে তারাই ২১ আগস্টের বর্বরোচিত হামলা করেছে। এমন হামলার মধ্য দিয়ে দেশকে পাকিস্তানপন্থি ভাবধারার মৌলবাদী রাস্ট্র ব্যবস্থা কায়েম করার চেষ্টা করা হয়ে ছিল। দ্রুত সকল অপরাধীদের রায় দ্রুত বাস্তবায়নের দাবী জানান আলোচকরা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জুয়েল বড়ুয়া, উত্তম দাশ, মো. ফয়সাল, মো. আলমগীর, সুব্রত দাশ, এ্যাড. মামুন ভুঁইয়া, নানিয়ারচর উপজেলা সভাপতি মো. রবিউল ইসলাম ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব সৈকত রঞ্জন চৌধুরী।
জুয়েল বড়ুয়া বলেন, এমন নেক্কারজনক হত্যাকান্ড মুলত মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে হামলা দায়ীদের দ্রুততম সময়ে বিচার করে রায় বাস্তবায়ন করার দাবী করেন।
এ্যাড. মামুন ভুইঁয়া বলেন, মুক্তিযুদ্ধের চেতনা নিজেদের মধ্যে লালন করে সোনার বাংলাদেশ নির্মাণ করতে হবে।
সদস্য সচিব সৈকত রঞ্জন চৌধুরী বলেন, ২১ আগস্টের মত ঘটনা বাংলাদেশের জন্য খুবই কলংকজনক সেই সব মৌলবাদী পাকিস্তানপন্থি স্বাধিনতা বিরোধীরা এমন ঘটনা ঘটিয়েছে। যারা এমন ঘটনা ঘটিয়ে ছিল তাদের উত্তর সূরিরা এখনো আছে তাই নিজেদের সকলকে যে আর্দশ ও মুল্যবোধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়ে ছিল তা বুকে ধারন করেন নতুন প্রজন্ম গড়ে তুলতে হবে এবং এর জন্য সব চেয়ে কাজ করতে মুক্তিযোদ্ধার সন্তানদের।
সন্তান কমান্ডের আহবায়ক নূর আজাদ চৌধুরী বলেন, আমাদেরকে সচেতন হতে হবে ঐ সব হায়নাদের কাছ থেকে যারা এখনও ঘাপটি মেরে বসে আছে সুযোগ পেলেই প্রতিশোধ নিবে।