রবিবার ● ২৩ আগস্ট ২০২০
প্রথম পাতা » অপরাধ » নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রয় হচ্ছে আলীকদমে : বিক্রেতাকে জরিমানা
নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রয় হচ্ছে আলীকদমে : বিক্রেতাকে জরিমানা
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রয়ের দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বান্দরবানের আলীকদম উপজেলার রেপার পাড়া বাজারে এক মাছ ব্যবসায়ীকে অর্থদন্ড দেওয়া হয়েছে। আজ ২৩ আগষ্ট রবিবার দুপুর ১টায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। এ সময় মৎস্য কর্মকর্তা জয় বণিক কতৃক মোবাইল কোর্ট নির্দেশিকা প্রসিকিউশন দাখিল এর মাধ্যমে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সায়েদ ইকবাল ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নুরুল কাদের (৩৫) নামে ওই মাছ ব্যবসায়ীকে ১ হাজার টাকা অর্থদন্ড দেন।
আলীকদম উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বণিক জানান, মৎস রক্ষা সংরক্ষণ বিধিমালা ১৯৮৫ এর ১৬ ধারার বিধান লংঘনের অপরাধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবসায়ীকে এ অর্থদন্ড দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সায়েদ ইকবাল স্থানীয় ও বহিরাগত মাছ ব্যবসায়ীদের নিষিদ্ধ মাছ, জাটকা ও জেলীযুক্ত মাছ বিক্রি না করার জন্য সতর্ক করেন।