রবিবার ● ২৩ আগস্ট ২০২০
প্রথম পাতা » অপরাধ » ঝালকাঠিতে মধ্যযুগীয় কায়দায় যুবককে নির্যাতনের প্রতিবাদে মানবন্ধন
ঝালকাঠিতে মধ্যযুগীয় কায়দায় যুবককে নির্যাতনের প্রতিবাদে মানবন্ধন
গাজী মো.গিয়াস উদ্দিন,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে সন্ত্রাসী কর্তৃক যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের প্রতিবাদে এলাকাবাসি মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
আজ রবিবার ২৩ আগস্ট বিকালে পিপলিতা বাজারে এলাকার শত শত লোক জমায়েত হয়ে দোষীদের বিচারের দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ করেছে। এসময় তারা নির্মম ঘটনার বর্ণনা করে উল্লেখিত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। মানবন্ধনে বক্তারা উক্তঘটনায় প্রধানমন্ত্রী,আমির হোসেন আমু এমপি, ঝালকাঠি জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলের নিকট সুবিচার দাবি করেন।
উল্লেখ্য গত ১৪ আগস্ট ঝালকাঠি সদর উপজেলার দক্ষিণ পিপলিতা গ্রামের মহিষকাটা নামক স্থানে রাত ৯টার দিকে অটোড্রাইভার সাইদুল ইসলাম জমাদ্দারকে জমিজমা নিয়ে বিরোধ কে কেন্দ্র করে কয়েকজন সন্ত্রাসীরা মিলে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে কাটাযুক্ত শিমুল গাছের সাথে রশি দিয়ে হাত পা বেঁধে রাখে প্রতিপক্ষরা। তাতেও খ্যান্ত হয়নি সন্ত্রাসীরা নৃশংস হামলার পর তার দুটি চোখ উপড়ে ফেলার চেষ্টা চালালে এলাকাবাসীর প্রতিরোধে তারা ব্যর্থ হয়।
নির্যাতনের শিকার মতিউর রহমান জমাদ্দারের পুত্র অটো রিক্সা চালক মো.সাইদুল ইসলামকে গ্রামবাসির সহায়তায় পুলিশ উদ্ধার করে। ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশাল শেবাচিম হাসাপাতালে ভর্তি করা হলে সাইদুলের অবস্থা অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়।
এলাকাবাসী জানান,দক্ষিন পপিলিতা গ্রামের মোতালেব তালুকদারের পুত্র কেওড়া ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, আঃ খালেক হাওলাদরের ছেলে মোহাম্মদ সালেহ, শাহেদ আলীর পুত্র আলতাফ ডাকুয়াসহ ১০/১৫ জন সন্ত্রাসী মিলে রাত অনুমান ৯টার দিকে ঝালকাঠি শহর থেকে অটো রিক্সা চালিয়ে নিজ বাড়ীতে ফেরার পথে দক্ষিণ পিপলিতা গ্রামের মহিষকাটা নামক স্থানে আটক করে সাইদুলকে হত্যার উদ্দেশ্যে নির্মম অত্যাচার করে। এক পর্যায়ে মৃত্যু নিশ্চিত করতে হাত পা বেঁধে কাটাযুক্ত শিমুল গাছের সাথে রাতভর বেঁধে রাখে। পরের দিন সকালে ফজরের নামাজ পড়তে আসা মুসুল্লিরা দেখে স্থানীয় ইউপি সদস্য ও লোকজন কে নিয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালালে উক্ত সন্ত্রাসীরা তাতে বাঁধা দেয়। এরপর পুলিশ কে খবর দিলে ঘটনা স্থলে পুলিশ গিয়ে গাছের সাথে হাত পা বাধা সাইদুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে আহত সাইদুল ঢাকার একটি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এ বিষয়ে স্থানীয় ২নং ওয়ার্ড ইউপি সদস্য মো: রাকিব উদ্দিন কেনান জানান, জমিজমা নিয়ে বিরোধের কারনে মাসুদ রানা, “মোহাম্মদ সালেহ ও আলতাফ ডাকুয়া গং অটো ড্রাইভার সাইদুল জমাদ্দারকে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে হামলা করে মাদার গছের সাথে সারারাত বেধে রাখে। পরের দিন আমি খবর পেয়ে ঘটনা স্থলে গেলে উক্ত সন্ত্রাসীরা আহত সাইদুলকে উদ্ধার করতে আমাকে বাধা দেয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে নেয়।
এব্যপারে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.খলিলুর রহমান জানান,এ ঘটনার সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। আহত সাইদুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সাইদুলের বোনে আবেদনের প্রেক্ষিতে মামলা রুজু হয়েছে এবং আসামিদের গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।