রবিবার ● ২৩ আগস্ট ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » সড়ক দূর্ঘটনায় গার্মেন্টস কর্মীর মৃত্যু: প্রেমিক চালক পুলিশ হেফাজতে
সড়ক দূর্ঘটনায় গার্মেন্টস কর্মীর মৃত্যু: প্রেমিক চালক পুলিশ হেফাজতে
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মানিকছড়িতে গার্মেন্টস কর্মী জুলেখা আক্তার(২০) প্রেমিক মো. জসিমের সাথে চট্টগ্রাম যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। পুলিশ প্রেমিককে আটক করেছে। রবিবার ২৩ আগস্ট বিকাল সাড়ে ৫ টার দিকে মানিকছড়ির গচ্ছাবিল এলাকায় চট্টগ্রাম- খাগড়াছড়ি সড়কে এ দূর্ঘটনাটি ঘটে।
জানা যায়, গার্মেন্টস কর্মী দীঘিনালা মেরুং এলাকার জুলেখা আক্তার, দক্ষিণ বোয়ালখালী এলাকার আব্দুল মালেকের ছেলে প্রেমিক মো. জসিম উদ্দীন সবুজ’র সাথে মোটরসাইকেল যোগে চট্টগ্রাম যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় মানিকছড়িতে নিহত হয়েছে। পুলিশ অক্ষত প্রেমিক মো. জসিম উদ্দীন সবুজকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মেরুং এলাকার গার্মেন্টস কর্মী জুলেখা আক্তার তার একই উপজেলার পরিচিত যুবক মো. জসিম উদ্দীন সবুজ এর সাথে মোটরসাইকেল যোগে চট্টগ্রাম যাওয়ার পথে মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকায় দূর্ঘটনার শিকার হয়।
এসময় একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দিলে ওই গার্মেন্টস কর্মী জুলেখা পড়ে গেলে ড্রাম ট্রাকের চাকায় তার মাথা থেঁতলে যায়।
পরে এলাকার লোকজন গুরুতর আহত জুলেখাকে হাসপাতালে আনার পথেই তার মৃত্যু ঘটে।
খবর পেয়ে মানিকছড়ি থানা পুলিশ লাশ উদ্ধার ও নিহতের বহনকারী মোটর সাইকেল চালক মো. জসিম উদ্দীন সবুজকে জিজ্ঞাসাবাদে সন্দেহ হলে তাকে পুলিশ হেফাজতে নেয়।
পুলিশ হেফাজতে থাকা যুবক নিহত মেয়ের বিস্তারিত পরিচয় দিতে না পারায় লাশ হস্তান্তরে বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে।
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন জানান, নিহতের বিস্তারিত পরিচয় জানতে মোটরসাইকেল চালক মো. জসিম উদ্দীন সবুজকে আপাতত পুলিশ হেফাজতে রাখা হয়েছে।