রবিবার ● ২৩ আগস্ট ২০২০
প্রথম পাতা » অপরাধ » রামগড়ে রাস্তায় গাড়ি থামিয়ে দুই জনকে অপহরণ
রামগড়ে রাস্তায় গাড়ি থামিয়ে দুই জনকে অপহরণ
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি-ফেনী সড়কের রামগড় উপজেলার আওতাধীন যৌথ খামার এলাকায় গাড়ি থামিয়ে একটি কোম্পানীর মার্কেটিং ম্যানেজার ও মিস্ত্রিসহ দুই জনকে অপহরণ করার অভিযোগ উঠেছে ইউপিডিএফ (মূল) দলের বিরুদ্ধে।
রবিবার ২৩ আগস্ট বেলা ১টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানিয় সূত্রে জানা গেছে, ফেনী হতে খাগড়াছড়ি গামী জুয়েল ট্রেডার্স এর প্লাষ্টিক মালামাল নিয়ে (ফেনী-ন১১-১৪১) একটি পিকআপ গাড়ী রামগড়ের যৌথখামার নামক স্থানে পৌছলে ইউপিডিএফ(মূল) দলের পিলাক ঘাট সাব পোস্ট কমান্ডারের নেতৃত্বে ৩/৪ জনের একটি দল গাড়ীতে থাকা মার্কেটিং ম্যানেজার মো. মনজুরুল আলম(৩৫) ও মিস্ত্রি রাজু মিয়া(২৭) নামে ২ জনকে অপহরণ করে বৌদ্ধ পাড়ার দিকে নিয়ে গেছে। এসময় অপহরণকারীরা গাড়িটির ছবি তুলে নিয়ে যায়।
রামগড় থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি অবস্থান করছে এবং ঘটনার বিবরণ মতে অপহৃতদের উদ্ধারে যৌথবাহিনী তৎপরতা শুরু করেছে।