সোমবার ● ২৪ আগস্ট ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » কক্সবাজার কারাগার থেকে মুক্তি পেলেন নির্যাতিত মা-মেয়ে
কক্সবাজার কারাগার থেকে মুক্তি পেলেন নির্যাতিত মা-মেয়ে
চকরিয়া প্রতিনিধি :: কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকায় গরু চুরির অপবাদ দিয়ে কোমরে রশিঁ বেধে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে নির্মম নির্যাতনের শিকার মা-মেয়ে কক্সবাজার কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছে। সোমবার ২৪ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার দেবের আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
২১ আগষ্ট শুক্রবার কোমরে রশি বেঁধে মা-মেয়েকে প্রকাশ্য সড়কে ঘোরানোর পর নিয়ে যাওয়া হয় উপজেলার হারবাং স্থানীয় ইউপি কার্যালয়ে সেখানে চেয়ারম্যান মিরানুল ইসলাম নিজেই তাদেরকে আবার মারধর পুর্বক বেধম প্রহার করেন।
২২ আগষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার ছবি ভাইরাল হওয়ার পর শনিবার কক্সবাজার চকরিয়াসহ সর্বত্রে ঘটনা তোলপাড় সৃষ্টি হয়৷
এনিয়ে ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, এক দফা মা-মেয়ের ওপর নির্যাতন চলার পর হারবাং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম চৌকিদার আমিনকে পাঠিয়ে তাদেরকে রশিতে বেঁধে তার কার্যালয়ে এনে আবার নির্মমভাবে নির্যাতন করেন। উপর্যুপরি নির্যাতন শেষে চেয়ারম্যানের লোকেরাই পুলিশ তদন্ত কেন্দ্রের ফোন করে পুলিশ এনে তাদের হাতে মা-মেয়েকে মুমূর্ষু অবস্থায় তুলে দেন।
এদিকে এমন নির্মম ঘটনার জন্য দায়ী ৩ জনকে আটক করেছে চকরিয়া থানা পুলিশ।