সোমবার ● ২৪ আগস্ট ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ১৫ আগস্ট উপলক্ষে বান্দরবান জেলা যুবলীগের আলোচনা
১৫ আগস্ট উপলক্ষে বান্দরবান জেলা যুবলীগের আলোচনা
বান্দরবান প্রতিনিধি :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বান্দরবান জেলা যুবলীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৪ আগস্ট বিকাল সাড়ে ৪ টায় বান্দরবান জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা যুবলীগের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও জেলা যুবলীগের নেতাকর্মীরা বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলায় আহত সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিনী আইভি রহমান ১৪ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। এই হামলায় জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতৃত্বশুন্য করতে হত্যার উদ্দেশ্যে বিএনপি-জামায়াত এ বর্বর গ্রেনেড হামলা চালায়। এই ঘটনার সাথে জড়িত তারেক জিয়াসহ সকল আসামিদের দেশে এনে রায় কার্যকর করার জন্য দাবি জানান।
বান্দরবান জেলা যুবলীগের সভাপতি ক্যলুমং মারমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও সাবেক জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসলাম বেবি।
এ আলোচনা সভায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য লক্ষ্মী পদ দাস, সদস্য ফিলিপ ত্রিপুরা, শহর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আজম, সাবেক জেলা যুবলীগ নেতা ভূপাল পাল, জেলা কৃষকলীগের সভাপতি প্রজ্ঞাসার বড়ুয়া পাপন, সাধারণ সম্পাদক সেলিম রেজা, শ্রমিক লীগের, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুবলীগ নেতা সাইফুল ইসলাম সনেট”সহ জেলা-উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।