সোমবার ● ২৪ আগস্ট ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » রামগড়ে অপহৃতদের ২৪ঘন্টার পরও উদ্ধার না হওয়ায় নিন্দা জানিয়েছে পিসিএনপি
রামগড়ে অপহৃতদের ২৪ঘন্টার পরও উদ্ধার না হওয়ায় নিন্দা জানিয়েছে পিসিএনপি
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির রামগড়ে ইউপিডিএফ কর্তৃক অপহৃতদের ২৪ ঘন্টা অতিবাহিত হওয়ার পরও উদ্ধার না হওয়ায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, রামগড় উপজেলা শাখা।
বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ জানায়, পাহাড়ে একের পর এক গুম, খুন, চাঁদাবাজি, ভূমি বেদখল সহ সশস্ত্র সন্ত্রাসীরা ত্রাসের রাজত্ব চালাচ্ছে, তারই ধারাবাহিকতায় রবিবার ২৩আগস্ট ফেনী থেকে খাগড়াছড়ি গামী জুয়েল ট্রেডার্স এর প্লাস্টিক পন্যবাহী একটি পিক-আপ ভ্যান (ফেনী-ন-১১-১৪১) রামগড় উপজেলার যৌথখামার এলাকায় পৌঁছালে গাড়ি থামিয়ে অস্ত্রেরমুখে জিম্মি করে মনজুরুল আলম (৩৫) ও রাজু মিয়াকে (২৮) অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় ইউপিডিএফ’র সশস্ত্র সন্ত্রাসীরা। আমরা পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রামগড় শাখার পক্ষ হতে ইউ পি ডি এফ’র সশস্ত্র কার্যক্রমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আগামী ৪৮ ঘন্টার মধ্যে রামগড়ের যৌথখামার এলাকায় অপহৃতদের উদ্ধার করা না হলে কঠোর কর্মসূচি হাতে নিতে বাধ্য হবে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রামগড় উপজেলা শাখা।