বুধবার ● ২৬ আগস্ট ২০২০
প্রথম পাতা » শিরোনাম » ফুটপাত দখল মুক্ত করতে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান
ফুটপাত দখল মুক্ত করতে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক শহরের যানযট নিরসনের জন্য নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যােগে ২৬ আগষ্ট বুধবার সকালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মর্কতা শেখ মহি উদ্দিনের নেৃত্বেতে শহরের যানযট নিরসন ও অবৈধ ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় শহরের ওসমানী রোড,থানা পয়েন্ট,মধ্যবাজার, হাসপাতাল সড়ক, ও শেরপুর রোড, নতুন বাজার মোড়সহ বিভিন্ন পয়েন্টে এই উচ্ছেদ অভিযান পরিচালনায় করা হয়। এ সময় নবীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মর্কতা শেখ মহি উদ্দিন দোকানদারকে তাদের নির্ধারিত স্থানের বাহিরের দোকানের আসবাবপত্র রাখার দায়ে ৫টি দোকানকে ৩ হাজার, ও দুটি সিএনজি ড্রাইভারকে ৩ শত করে মোট ৩৮ হাজার ১ শত টাকা জরিমানা আদায়সহ ১৬ টি মামলা দায়ের করা হয় এবং মাস্ক ছাড়া যারা শহরের কেনাকাটা এবং অবাধে চলাফেরা করচ্ছেন তাদের মাস্ক ব্যবহার করতে সচেতনা বৃদ্ধি এবং তাৎক্ষনিক মাস্ক ব্যবহার করারর নির্দেশ প্রদান করেন। এ সময় তার সাথে ছিলেন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী,নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়া পৌরসভার প্যানেল মেয়র বাবুল চন্দ্র দাশ, কাউস্নিলর সুন্দর আলীসহ, উপজেলা প্রশাসনের ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ। উচ্ছেদ অভিযানে নবীগঞ্জ থানার সাব ইন্সেপেক্টর মৃদূল ও মোঃ হানিফের নেতৃত্বে একদল পুলিশ বাহিনী সার্বিক সহযোগিতা করেন। এসময় নিবার্হী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন,উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা উচ্ছেদ অভিযান পরিচালনার করার আগেরদিন শহরের মাইকিং করে জানিয়ে দিয়েছি এর জন্য অনেক অবৈধ দখলদার তাদের মালামাল নিয়ে গেছে স্থাপনা উচ্ছেদের জন্য ৩ দিনের সময় দেয়া হয়েছে।
নবীগঞ্জে সিএনজি শ্রমিকদের বিরোধের অবসান
নবীগঞ্জ :: হবিগঞ্জের নবীগঞ্জে অটোরিক্সা (সিএনজি) এর দু পক্ষের মধ্যে চরম বিরোধের অবসান হয়েছে।
গতকাল বুধবার সকালে নবীগঞ্জ থানা প্রাঙ্গনে নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার ও নবীগঞ্জ থানার এস আই শামসুল ইসলাম মধ্যস্থতায় বিবাদমান বিরোধটি নিষ্পত্তি করা হয়। এতে যাত্রী সাধারণের ভোগান্তির শেষ হয়েছে। উক্ত সালিশ সভায় নবীগঞ্জের প্রত্যকটি স্ট্যান্ডের শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত কয়েকদিন যাবৎ নবীগঞ্জ উপজেলার সিএনজি অটোরিক্সা শ্রমিকদের মধ্যে বিভিন্ন বিষয়াদি বিরোধ চলে আসছিল।এ বিরোধকে কেন্দ্র করে দাঙ্গা হাঙ্গামাসহ প্রত্যেক স্ট্যান্ডের অটোরিক্সা বন্ধ থাকে। এতে নবীগঞ্জের যাত্রীরা পড়েন চরম বিপাকে। বিষয়টিকে সমাধানের উদ্যোগ গ্রহণ করেন নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার ও নবীগঞ্জ থানার এস আই শামসুল ইসলাম। পরে সব অটোরিক্সার শ্রমিকদের সাথে আলোচনা সাপেক্ষে বুধবার থানা প্রাঙ্গনে বিষয়টি সমাধান করা হয়। ভবিষ্যতে কোন শ্রমিক অন্যায় ভাবে কেহ আইন নিজ হাতে তুলে নিলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।