বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » ব্র্যান্ড উইৎজ-১৫ শুরু হচ্ছে এ সপ্তাহে
ব্র্যান্ড উইৎজ-১৫ শুরু হচ্ছে এ সপ্তাহে
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী ধারণা বিকাশ ও নাগরিক সেবা প্রদানে উদ্ভাবনী ধারণাকে উৎসাহিত করার লক্ষ্যে শুরু হচ্ছে ‘ব্র্যান্ড উইৎজ-১৫ ’। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে অনলাইনে প্রথম রাউন্ডের প্রতিযোগিতা শুরু হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন প্রকল্প (এটুআই) যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করছে। আজ বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার নানা দিক তুলে ধরা হয়।
দেশের বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা এবারের প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে চার সদস্যের একাধিক দল প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিযোগিতার প্রথম পর্যায়ে ব্র্যান্ড উইৎজ এর ওয়েবসাইটে ‘একটি কেস’ সমাধান করতে হবে প্রতিযোগীকে। প্রথম রাউন্ড শেষে বিচারকেরা ৪৮ জনকে দ্বিতীয় পর্যায়ের জন্য নির্বাচিত করবেন। এভাবে চূড়ান্ত পর্যায়ের জন্য চারটি দলকে নির্বাচন করা হবে। নভেম্বরে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। চূড়ান্ত পর্বে বিজয়ীদের পুরস্কার দেওয়ার পাশাপাশি তাদের ধারণাকে প্রতিষ্ঠা, বাস্তবায়ন ও বিকাশের জন্য এটুআই সার্ভিস ইনোভেশন ফান্ড থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
আইবিএর পরিচালক অধ্যাপক এ কে এম সাইফুল মজিদ বলেন, ২০০৮ সালে শুরু হওয়া এ প্রতিযোগিতা এত দিন ধরে বিশ্ববিদ্যালয়গুলোর বিজনেস ফ্যাকাল্টির শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ছিল। এবারের প্রতিযোগিতাটি আরও বিস্তৃত পরিসরে করা হয়েছে। দেশের সব বিশ্ববিদ্যালয়কে এবার এর সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে।
এটুআই প্রকল্পের পরিচালক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার সংবাদ সম্মেলনে বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা এবং উন্নয়ন ধারণার সঙ্গে যুক্ত করতে এ প্রতিযোগিতা। তিনি বলেন, সরকার বিশ্বাস করে, তরুণদের উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করতে পারলেই অনেক সমস্যার সমাধান হয়ে যায়, উন্নয়ন ত্বরান্বিত হয়।
এ প্রতিযোগিতার সহযোগী হিসেবে রয়েছে দৈনিক প্রথম আলো ও আইবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। রেডিও সঙ্গী এবিসি রেডিও।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইবিএ কমিউনিকেশন ক্লাবের মডারেটর সুতপা ভট্টাচার্য।