মঙ্গলবার ● ১৬ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » ড. রাবিদের নির্দেশনায় মুগ্ধ চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দ
ড. রাবিদের নির্দেশনায় মুগ্ধ চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দ
চট্টগ্রাম প্রতিনিধি :: ড. জানে আলম রাবিদ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তরুণ প্রযুক্তিবিদ। জাতীয় অনলাইন প্রেস ক্লাবের সভাপতি। যার বাচন ভঙ্গি, শব্দ চয়ন, শৈল্পিক বাক্য গঠন, নির্মল হাসি আর সুমিষ্ট চেহারা যে কাউকে মূহুর্তেই প্রভাবিত করবে নি:সন্দেহে।
১৫ ফেব্রুয়ারী। সন্ধ্যা ৬টা। চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সকল নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন চট্টগ্রাম রেল স্টেশন রোডস্থ এশিয়ান এসআর হোটেলে। লক্ষ্য জাতীয় অনলাইন প্রেস ক্লাব সভাপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা-অভিযোগ-পরামর্শ করবেন।
কিন্তু এ সাক্ষাৎ উপস্থিত নেতৃবৃন্দের জীবনকে এতটাই প্রভাবিত করবে তা কারোরই জানা ছিলনা।
নেতৃবৃন্দের ভাষায়, ‘ড. রাবিদের কাছে আমাদের অনেক কিছুই জানার বা বলার ছিল। কিন্তু উনি যেন সবার ভাষা বুঝেন।একের পর এক সবার মনের কথার জবাব নির্দেশনা আকারে তিনি এতটাই মার্জিত ও সাবলীল ভাষায় বলছিলেন আমরা সত্যিই বিমোহিত, আনন্দিত ও অনুপ্রাণিত।
আজ তিনি যেভাবে দিক নির্দেশনা দিলেন তাতে আমাদের বুঝতে কষ্ট হয়নি যে, একাধারে ২৭ বছর অনলাইন প্রযুক্তির সাথে সম্পৃক্ত এই মহান ব্যক্তিত্ব বিশ্বব্যাপী বাঘা বাঘা কর্পোরেট কোম্পানীগুলোর নেতৃত্ব নির্মান কিভাবে করে থাকেন।তাঁর মত দক্ষ সংগঠকের পক্ষেই কেবল দেশব্যাপী অনলাইন সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ রাখা সম্ভব।’
এছাড়াও উপস্থিত ছিলেন, বনপার প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় অনলাইন প্রেস ক্লাবের সদস্য সচিব শামসুল আলম স্বপন। যিনি অনলাইন সংবাদ জগতের পথিকৃত। যার সীমাহীন ত্যাগের বিনিময়ে অনলাইন নিউজ পোর্টাল সমূহ আজ বিনা পয়সায় রেজিস্ট্রেশনের দ্বার প্রান্তে।
শামসুল আলম স্বপন
অনলাইন সাংবাদিকদের সংগঠিত করতে যিনি প্রতি মূহুর্তে নিরলস ছুটে চলেছেন দেশের প্রত্যন্ত অঞ্চলে, প্রতিটি আনাচে কানাচে। কতিপয় মাফিয়ার রোষানল থেকে যিনি মেধা ও মনন দিয়ে ছিনিয়ে এনেছেন অনলাইন গণমাধ্যমের স্বাধীনতা।
যার প্রতিটি মূহুর্তের অক্লান্ত শ্রম দিয়ে গড়ে উঠেছে অনলাইন নিউজ পোর্টাল সমূহের অধিকার আদায়ের একমাত্র সংগঠন বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন ‘বনপা’।
আরও উপস্থিত ছিলেন, অনলাইন সাংবাদিকদের প্রিয় মুখ, জাতীয় অনলাইন প্রেস ক্লাবের যুগ্ন আহবায়ক, রাঙামাটি অনলাইন প্রেস ক্লাবের সভাপতি নির্মল বড়ুয়া মিলন। যার নেতৃত্বে চট্টগ্রামে শত চ্যালেঞ্জের মুখেও গড়ে উঠেছে বনপা ও চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব।
নির্মল বড়ুয়া মিলন
যিনি নিজের কষ্টের মাঝেও অনলাইন সাংবাদিকদের ভাষা বুঝার চেষ্টা করেন।সবার অভিযোগ শুনেন ও সু-পরামর্শ দিয়ে সকল দ্বিধা-দন্দ্ব ভুলিয়ে দেন।যিনি ক্ষমা দেখানোর উজ্জল দৃষ্টান্ত শিক্ষা দিয়েছেন প্রতিনিয়ত।তৃণমূলের ক্ষুদ্র সদস্যও যার কাছে নেতৃত্বসম।
এসময় রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সহ-সভাপতি কাজী আব্দুর রউফ উপস্থিতছিলেন।
চট্টগ্রাম অনলাইান প্রেস ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি সুলাইমান মেহেদী হাসান, সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন আশরাফ, সহ-সভাপতি অধ্যাপক মুকতাদের আজাদ খান, সহ-সভাপতি বাবলু দাস, সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক অধ্যাপক মুজাহেদুল ইসলাম বাতেন, যুগ্ন-সাধারণ সম্পাদক কাজী জিয়া উদ্দীন সোহেল, অর্থ সম্পাদক কামরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মীর মামুন, দপ্তর সম্পাদক মিনহাজ উদ্দীন, শিক্ষা, সংস্কৃতি ও ক্রিড়া সম্পাদক সাইদুল হাসান মিঠু, সমাজ কল্যান সম্পাদক কামরুল ইসলাম দুলু, প্রকাশনা সম্পাদক সবুজ অরণ্য, সদস্য আবু তাহের, তৈয়বুল ইসলাম চৌধুরী, তোফায়েল আহমেদ প্রমূখ।