বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » জুরাছড়িতে নারী হেডম্যান কার্বারীদের গ্রুপ ফরমেশন মিটিং
জুরাছড়িতে নারী হেডম্যান কার্বারীদের গ্রুপ ফরমেশন মিটিং
জুরাছড়ি প্রতিনিধি :: বর্তমান বিশ্বের দরবারে নারী নেত্রীত্বের জাগরণ সৃষ্টি হতে চলছে আর সেই সাথে সাথে নেতৃত্বকে কাজে লাগিয়ে নারীরা বিভিন্ন দেশের রাষ্ট্র নায়কের ভুমিকার দায়িত্ব পালন করে আসছে। তারই ধারাবাহকতায় নারী নেত্রীত্বের বিকাশে আজ ২৭ আগষ্ট বৃহস্পতিবার জুরাছড়ি উপজেলার জেলা পরিষদ বিশ্রামাগার কক্ষে মানুষের জন্য ফাউন্ডেশন সহযোগিতায় প্রোগ্রেসিভ এনজিওএর বাস্তবায়নে ভয়েসএন্ড লিডারসিপ বাংলাদেশ প্রকল্প “ওমেন ইন পাওয়ার প্রোগ্রাম” আওতায় হেডম্যান কার্বারিদের গ্রুপ ফরমেশন মিটিং করা হয়। আলোচনা সভায় তন্বি দেওয়ানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন স্টীনা চাকমা। এতে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন এলাকার নারী হেডম্যান কার্বারীবৃন্দ। এসময় নারী নেত্রী হ্যাডমেন কার্বারিদের নিয়ে নারীর অধিকার, জেন্ডার সাম্যতা, কিশোরী, যুবতী নারীদের দক্ষতা, ক্ষমতা ও সচেতনতা বৃদ্ধি বিষয় নিয়ে আলোচনা করা হয়।