শুক্রবার ● ২৮ আগস্ট ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধার সাদুল্যাপুরের শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
গাইবান্ধার সাদুল্যাপুরের শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: বিদুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রনালয়ের আয়োজনে ১৮ টি জেলার ৩১ টি উপজেলা শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গনভবন থেকে ভার্চুয়াল কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাইবান্ধা জেলার সাদুল্যাপর উপজেলা শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করেন।
এ উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভার্চুয়াল কনফারেন্সিংয়ের উপস্থিত ছিলেন – গাইবন্ধা ৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ি) আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, জেলা প্রশাসক আবদুল মতিন , পুলিশ সুপার তৌহিদুল ইসলাম, পৌর মেয়র এ্যাড.শাহ মাছুদ জাহাঙ্গীর কবির মিলন, পল্লী বিদ্যুতের সিনিয়র জেনারেল ম্যানেজার নুরুর রহমান, ডিজিএম মোজাম্মেল হক, জেলা আ.লীগের সভাপতি (ভারপ্রাপ্ত ) ফরহাদ আবদুল্লাহ হারুন বাবলু, সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিক , সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার খান বিপ্লব, উপজেলা নির্বাহী অফিসার নবী নেওয়াজ, উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাক্ষ খন্দকার জাকারিয়াসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ।
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি – ১ এর আওতায় ১ হাজার ৩ শ ২৩ কি.মি, ২টি উপ কেন্দ্র, ২০ এমভিএ উপ -কেন্দ্রের ক্ষমতা সম্পন্ন, ৭৫ হাজার ১শ৯৬ টি বিদ্যুৎসংযোগ প্রদান, ১শ ৭৩ কোটি টাকা ব্যায়ে সাদুল্লাপুর উপজেলার ১শ ৬৮ টি গ্রামে শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে।