মঙ্গলবার ● ১৬ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » জাতীয় অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে রাউজান অনলাইন প্রেসক্লাবের মতবিনিময়
জাতীয় অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে রাউজান অনলাইন প্রেসক্লাবের মতবিনিময়
রাউজান প্রতিনিধি :: জাতীয় অনলাইন প্রেসক্লাবের আহবায়ক প্রযুক্তিবিদ ড. জানে আলম রাবিদ ও সদস্য সচিব হাসচিব শামসুল আলম স্বপন এবং যুগ্ম আহবায়ক নির্মল বড়ুয়া মিলনের সাথে রাউজানের সাংবাদিকদের নিয়ে প্রথম গঠিত রাউজান অনলাইন প্রেসক্লাবের এক মতবিনিময় সভা ১৫ ফেব্রুয়ারি সোমবার অনুষ্ঠিত হয়৷ নগরীর স্টেশন রোডস্থ এশিয়ান হোটেলের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় জাতীয় অনলাইন প্রেসক্লাবের আহবায়ক জানে আলম রাবিদ বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে অনলাইনের সংবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে৷ এ যাত্রার মাঝে রাউজান অনলাইন প্রেস ক্লাব গঠন খুবই প্রশংসনীয়৷ সদস্য সচিব শামসুল আলম স্বপন বলেন, সাংবাদিকতা হচ্ছে একটি সুন্দর ও সেবামুলক কাজ৷ তাই এই কাজে প্রকৃত সংবাদকর্মীদের প্রেস ক্লাব গঠনের মাধ্যমে এগিয়ে আসতে হবে৷ কারন একজন প্রকৃত সাংবাদিকই পারে সমাজের সঠিক চিত্র তুলে ধরার পাশাপাশি দেশের কল্যাণে কাজ কাজ করতে ৷
জাতীয় অনলাইন প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক ও সিএইচটিমিডিয়া২৪.কমের প্রধান সম্পাদক নির্মল বড়ুয়া মিলন বলেন, আমিও একজন রাউজানের সন্তান৷ আজ আপনাদের সাথে মিলিত হয়ে আনন্দিত৷ ভবিষ্যতেও এই সংগঠনকে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করে যাব৷
রাউজান অনলাইন প্রেসক্লাবের পক্ষে বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি ও আমাররাউজান.কমের সম্পাদক তৈয়ব চৌধুরী, রাউজান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এস.এম.ইউসুফ উদ্দিন, সহ-সভপতি এম. জাহাঙ্গীর নেওয়াজ, এম. রমজান আলী, সাধারণ সম্পাদক দৈনিক সংবাদ ও আমার রাউজান.কমের গাজী জয়নাল আবেদীন যুবায়ের, রাউজান অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এম.কামাল উদ্দিন৷ অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বনপ ‘র চট্টগ্রামের কর্মকর্তা মুকতাদের আজাদ খান, মেহেদী হাসান৷