শুক্রবার ● ২৮ আগস্ট ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » সুদূর সৌদি আরবে থেকেও মানুষের পাশে আছি ভবিষ্যতেও থাকব : প্রবাসী প্রিন্স মিলন মাহমুদ
সুদূর সৌদি আরবে থেকেও মানুষের পাশে আছি ভবিষ্যতেও থাকব : প্রবাসী প্রিন্স মিলন মাহমুদ
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: গোটা বিশ্ব যখন মহামারি করোনা ভাইরাস আতঙ্কে স্তব্ধ। যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। সারা দেশের মানুষ যখন লকডাউন আছে বাড়ি থেকে বের হতে পারছে না। সৌদি আরবেও একই অবস্থা ছিলো,সেখানেও সকলের কাজকর্ম বন্ধ ছিলো। একই অবস্থা হয়েছে বাংলাদেশেও এতে করে বন্ধ হয়ে গেছে খেটে খাওয়া মানুষদের জীবন সংগ্রাম।
সেই মুহূর্তে করোনার কারণে খেটে খাওয়া কর্মহীন অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন ঝালকাঠি সদর উপজেলার ধানসিড়ি ইউনিয়নের সৌদি প্রবাসী প্রিন্স মিলন মাহমুদ।
নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী হিসেবে চাল,ডাল,আলুসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস প্রদান করেছিলেন। প্রায় ২ হাজার ৫০০ পরিবারের মাঝে ও বাসায় বাসায় এ খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে ছিলো।
প্রবাসী প্রিন্স মিলন মাহমুদের কাছে তার মুঠো ফোনে জানতে চাইলে এ প্রতিবেদককে জানান, দেশের এ ক্লান্তিলগ্নে এলাকার মুরব্বিদের আহ্বানে সাড়া দিয়ে খেটে খাওয়া কর্মহীন মানুষ লকডাউন আছেন,জানালে তার কাছে খুবই বেদনাদায়ক মনে হয়েছিলো। সেই মুহূর্তে তার নিজ উদ্যোগে এ সকল অসহায় মানুষের পাশে দাঁড়ানো তার কর্তব্য ছিলো।
তিনি সাধারণ জনগণের উদ্দেশে বলেন, আপনারা করোনা সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে সরকারের সকল বিধি নিষেধ মেনে চলুন, মাস্ক ব্যবহার করুন, নিজেদের দূরত্ব বঝায় রাখুন। আপনাদের সচেতনতাই আপনারা সুস্থ্ থাকবেন।
প্রবাসী প্রিন্স মিলন মাহামুদ আরো জানান, করোনাভাইরাসের এই মহামারিতে সাধারণ খেটে খাওয়া কর্মহীন মানুষের করুণ অবস্থা চলছে। আমাদের সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে অসহায় কর্মহীন মানুষ আর না খেয়ে থাকবে না। আপনারা সমাজের বিবেক আপনাদের মাধ্যমে আমার ধানসিড়ি ইউনিয়নের মানুষের কাছে আমার এই ম্যাসেজটি দেবেন বা জানাবেন,আমি প্রিন্স মিলন মাহমুদ প্রবাসে অবস্থান করছি আপনাদের কস্টের কথা আমার কানে আসলে আমি কস্ট পাই সেই মূহুর্তে আমার স্বজনদের পাঠিয়ে গোপনে আমার সাধ্যমত সহযোগিতা করার চেষ্টা করি। যাইহোক বর্তমানে দেশের লকডাউন তুলে নিয়েছে সরকার। করোনা নির্মূল হয়নি তাই আপনাদের কাছে আমার অনুরোধ নিজে সুস্থ থাকুন পরিবারকে সুস্থ রাখুন।