শিরোনাম:
●   বেদে সম্প্রদায় ঝাড়ফুক দিয়েই চলে যাদের জীবন সংসার ●   প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলায় গণতন্ত্র মঞ্চের নিন্দা ●   নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৫৫তম সভা ●   ঈশ্বরগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার হয়রানিতে অতিষ্ঠ এলাকাবাসী ●   বর্ণিল আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৬তম দিবস পালিত ●   জৈন্তাপুরে বিদেশি মদ সহ আটক-৩ ●   খেঁজুরের রস সংগ্রহে ব্যস্ত কুষ্টিয়ার গাছিরা ●   সন্দ্বীপে বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক ●   কাল দেশের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে বক্তব্য তুলে ধরবেন গণতন্ত্র মঞ্চ ●   সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় ব্রহ্মচারীকে চট্টগ্রামে পাঠালো ডিবি ●   জাগ্রত প্রতিভার কার্যকরী পরিষদের দায়িত্ব হস্তান্তর ●   কিশোরগঞ্জের কটিয়াদীতে তরুণ নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত ●   ঈশ্বরগঞ্জে ৪০ বছর পর শ্মশানের জায়গা বুঝিয়ে দিল প্রশাসন ●   নগদ টাকা ও স্বর্ণালংকার সহ আত্মসাৎকারী নিউটন গ্রেফতার ●   কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি ●   চুয়েটে পাবলিক প্রকিউরমেন্ট এন্ড ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট শীর্ষক কর্মশালা ●   খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠান ●   বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ ●   খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ●   মাটিরাঙ্গায় ট্রাক্টর উল্টে চালক নিহত ●   অদম্য সেরাদের সেরা আইডল অন্বেষণ-২০২৪ শুরু ●   ঘোড়াঘাটে যৌথ বাহিনীর অভিযান অস্ত্রসহ যুবক আটক ●   রাঙমাটি জেলা পরিষদে থেকে আওয়ামীপন্থী সদস্যদের নিয়োগ বাতিল করার দাবীতে মানববন্ধন ●   ঈশান তালুকদার মহামুনি বৌদ্ধ বিহারে গুরু আচারিয পূজা ও সংঘদান অনুষ্ঠান সম্পন্ন ●   নবীগঞ্জে মোবাইল চুরির হিড়িক ●   বাংলাদেশ রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিক কারখানায় জনবল সংকট ●   সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যু বার্ষিকীতে মানুষের ঢল ●   মিরসরাইয়ে শান্তিনীড় বৃত্তি পেলো ১১৫ জন শিক্ষার্থী ●   বাংলাদেশের সকল সম্প্রদায়ের সাথে আমাদের সংযোগ বাড়াতে চাই : পার্বত্য উপদেষ্টা
রাঙামাটি, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৯ আগস্ট ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » ভূয়া কাগজপত্রের মাধ্যমে বিশ্বনাথে আ’লীগ নেতার সম্পত্তি দখলের পায়তারা
প্রথম পাতা » সকল বিভাগ » ভূয়া কাগজপত্রের মাধ্যমে বিশ্বনাথে আ’লীগ নেতার সম্পত্তি দখলের পায়তারা
শনিবার ● ২৯ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভূয়া কাগজপত্রের মাধ্যমে বিশ্বনাথে আ’লীগ নেতার সম্পত্তি দখলের পায়তারা

ছবি : সংবাদ সংক্রান্তবিশ্বনাথ প্রতিনিধি :: পাসপোর্ট জালিয়াতি ও ভূয়া কাগজপত্র (ডকুমেন্ট) তৈরীর মাধ্যমে স্ত্রী-সন্তানদেরকে নিজ বসতবাড়ি থেকে তাড়িয়ে দিয়ে সিলেটের বিশ্বনাথে উপজেলার অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম মকদ্দস আলী উরফে মখন মিয়ার পৈত্রিক ও খরিদা সম্পত্তি দখলের পায়তারা এবং হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৩নং আমলী আদালতে মরহুম মকদ্দস আলী উরফে মখন মিয়ার স্ত্রী কলছুমা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নং বিশ্বনাথ সিআর ১৫৪/২০২০ ইং। মামলার অভিযুক্তরা হলেন- বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের আলমনগর গ্রামের মৃত ইসকন্দর আলীর পুত্র মকরম আলী উরফে গেদা মিয়া, মকরম আলী উরফে গেদা মিয়ার স্ত্রী ছানোয়ারা বেগম, পালোগাউ গ্রামের মৃত আপ্তাব আলীর পুত্র শানুর মিয়া, মুছেধর গ্রামের মৃত ফজলু মিয়ার পুত্র জিয়াউর রহমান, দক্ষিণ সুরমা উপজেলার কাঠাদি গ্রামের আবদুল করিমের পুত্র আবদুল কাইয়ুম, মনু মিয়ার পুত্র জাহিদ খান।
মামলার লিখিত অভিযোগে বাদী উল্লেখ করেছেন, ১৯৮৯ সালের ২৮ মার্চ উপজেলার অলংকারী ইউনিয়ন আলমনগর গ্রামের মরহুম হাজী মোঃ সিকন্দর আলীর পুত্র মকদ্দস আলী উরফে মখন মিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে তাদের দুই কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। ২০১২ সালের ৫ নভেম্বর বাদীর স্বামী ও উপজেলার অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম মকদ্দস আলী উরফে মখন মিয়া মৃত্যুবরণ করেন। স্বামীর মৃত্যুর পর থেকে বাদী সন্তানদের নিয়ে স্বামীর তৈরী পাকা দালান গৃহে বসবাস করে আসছেন। সম্প্রতি মামলার অভিযুক্ত শানুর মিয়া বাদীর বসত গৃহে তার (শানুর) মামা ও মামলার ১নং অভিযুক্ত মকরম উরফে গেদা মিয়ার স্বত্ব আছে মর্মে দাবী করে বাদীকে বাদীর বসত গৃহ ছাড়িয়া অন্যত্র চলিয়া যাওয়ার কথা বলে। অভিযুক্ত শানুর মিয়ার এদাবী অস্বীকার করে এর তীব্র প্রতিবাদ করেন বাদী কলছুমা বেগম। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত শানুর মিয়া বাদীর ছেলে-মেয়েকে দেখে নেবে মর্মে হুমকি দেয়। এরপর গত ১৭ আগস্ট সকাল ১১টার দিকে মামলার অভিযুক্ত শানুর মিয়া, জিয়াউর রহমান, আবদুল কাইয়ুম, জাহিদ খান ছুরি-চাকু হাতে নিয়ে বাদীর বসত বাড়িতে অনাধিকার প্রবেশ করে বাদী ও বাদীর পালক পুত্র মোহাম্মদ আলীকে খুন-খারাবির হুমকি দিয়ে বাদীর বসত বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বলে। বাদীর হাক-চিৎকার শুনে বাদীর ভাগিনা জাবির হোসেনসহ আশপাশের লোকজন ছুটে আসেন। এসময় জাবির হোসেনকে ‘লাশ করার’ ও বাদীর বসত বাড়ি দখল করে নেবে বলে হুমকি দেয় অভিযুক্ত শানুর মিয়াসহ অন্যান্যরা চলে যায়। লিখিত অভিযোগে বাদী আরো উল্লেখ করেছেন, হুমকি দিয়ে অভিযুক্ত শানুর মিয়া, জিয়াউর রহমান, আবদুল কাইয়ুম, জাহিদ খান বাদীর বসত বাড়ি থেকে চলে যাওয়ার পর লোকমুখে ও স্বাক্ষীদের মাধ্যমে বাদী কলছুমা বেগম জানতে পারেন মামলার প্রধান অভিযুক্ত মৃত ইসকন্দর আলীর পুত্র মকরম আলী উরফে গেদা মিয়া বাদীর স্বামী মৃত মকদ্দস আলী, পিতা সিকন্দর আলীর নাম ধারণ করিয়া প্রতারণার মাধ্যমে পাসপোর্ট, জন্ম সনদসহ ডকুমেন্ট তৈরী করে সে নিজে মকদ্দস আলী সাজিয়া যুক্তরাজ্যে গেছে এবং মকদ্দস আলীর স্ত্রী হিসেবে মামলার ২নং অভিযুক্ত ছানোয়ারা বেগমকেও জালিয়াতির মাধ্যমে যুক্তরাজ্যে নিয়ে যায় প্রধান অভিযুক্ত মকরম আলী উরফে গেদা মিয়া। আর মৃত ইসকন্দর আলীর পুত্র মকরম আলী উরফে গেদা মিয়া জালিয়াতির মাধ্যমে মকদ্দস আলী উরফে মকন মিয়ার নামে পাসপোর্টসহ অন্যান্য ডকুমেন্ট তৈরী করার ফলে বর্তমানে বাদী ও বাদীর পিতৃহারা সন্তানদেরকে তাদের পৈত্রিক বিটা ছাড়া করার জন্য ৩-৬নং অভিযুক্তদের দিয়ে বসত-বাড়ি দখল ও হত্যা করার হুমকি দিয়েছে। বাদীর স্বামী মকদ্দস আলী উরফে মখন মিয়া তার জীবদ্দশায় দ্বিতীয় বিয়ে করেননি, ফলে বাদীই ছিলেন একমাত্র স্ত্রী। আর প্রধান অভিযুক্ত মৃত ইসকন্দর আলীর পুত্র মকরম আলী উরফে গেদা মিয়া জালিয়াতির মাধ্যমে মকদ্দস আলী সেজে ২নং অভিযুক্ত ছানোয়ারা বেগমকে বিয়ে করে নিজের আসল পরিচয় গোপন করেছে। তাই নিরপেক্ষ তদন্ত হলে প্রমানিত হবে যে প্রধান অভিযুক্ত মকরম আলী উরফে গেদা মিয়া কোন অবস্থায় আমার স্বামী মৃত মকদ্দস আলী উরফে মখন মিয়া নন। আর সে মৃত মরহুম হাজী মোঃ সিকন্দর আলীর পুত্র নন, বাস্তবে সে মৃত ইসকন্দর আলীর পুত্র। জালিয়াতি, প্রতারণা ও সন্ত্রাসীদের মাধ্যমে আমার স্বামীর নাম ধারণ করে তার (মকদ্দস আলী উরফে মখন মিয়া) সম্পত্তি দখলের পায়তারা করছে।
এদিকে, মকদ্দস আলী উরফে মখন মিয়ার বসত-ঘরের জায়গা দখল ও স্ত্রী-সন্তানসহ আমমোক্তারকে হত্যা করার হুমকির অভিযোগে গত ২০ আগস্ট সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৩নং আমলী আদালতে এবং প্রবাসীর স্ত্রীর বসবাসরত ভূমি যাহাতে বেদখল ও উক্ত সম্পত্তি থেকে তাহাকে যাতে বিতাড়িত না করতে পারে তজ্জন্য ১৪৪ ধারা নিষেধাজ্ঞা জারি করার লক্ষ্যে গত ১৮ আগস্ট সিলেটে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে আরো দুটি পৃথক মামলা দায়ের করেছেন মরহুম মকদ্দস আলী উরফে মখন মিয়ার স্ত্রী কলছুমা বেগমের ভাগ্না জাবির হোসেন। মামলা নম্বর গুলো হলো যথাক্রমে বিশ্বনাথ বিবিধ মোকদ্দমা নং ১৯/২০২০ইং এবং বিশ্বনাথ সিআর মোকদ্দমা নং ১৪৯/২০২০ইং।
নিজেদের উপর উত্তাপিত সকল অভিযোগ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত দাবী করে মামলার ১নং অভিযুক্ত মকরম আলী উরফে গেদা মিয়ার ভাগ্না ৩নং অভিযুক্ত শানুর মিয়া বলেন, দেশে আমার মামার নাম মকরম আলী, পিতা ইসকন্দর আলী আর যুক্তরাজ্যে গেছেন মকদ্দছ আলী, পিতা ছিকদ্দর আলী নামে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)